• ঢাকা
  • |
  • বুধবার ১৯শে চৈত্র ১৪৩১ সকাল ০৬:০১:৪৯ (02-Apr-2025)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • বুধবার ১৯শে চৈত্র ১৪৩১ সকাল ০৬:০১:৪৯ (02-Apr-2025)
  • - ৩৩° সে:

জেলার খবর

রমজানকে স্বাগত জানিয়ে ফটিকছড়িতে জামায়াতের বর্ণাঢ্য র‍্যালি

১ মার্চ ২০২৫ সকাল ১০:০৫:২৫

রমজানকে স্বাগত জানিয়ে ফটিকছড়িতে জামায়াতের বর্ণাঢ্য র‍্যালি

ফটিকছড়ি (চট্টগ্রাম) প্রতিনিধি: পবিত্র মাহে রমজানকে স্বাগত জানিয়ে বর্ণাঢ্য র‍্যালি করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী ফটিকছড়ি থানা শাখা।

২৮ে ফেব্রুয়ারি শুক্রবার বিকালে জামায়াতে ইসলামী ফটিকছড়ি থানা শাখার আমির নাজিম উদ্দিন ইমুর নেতৃত্বে র‍্যালিটি বিবিরহাট বাস স্টেশন থেকে শুরু হয়ে সদরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে মুক্তিযোদ্ধা চত্বরে এসে এক সংক্ষিপ্ত পথসভায় মিলিত হয়।

পথসভায় বক্তব্য রাখেন জামায়াতের ফটিকছড়ি থানা আমীর নাজিম উদ্দিন ইমু, থানা সেক্রেটারি ইউসুফ বিন সিরাজ ও নায়েবে আমির অ্যাডভোকেট মোহাম্মদ ইসমাইল গনি।

এ সময় বক্তারা বলেন, রমজান মাস মুসলিম উম্মাহর জন্য অত্যন্ত পবিত্র ও গুরুত্বপূর্ণ একটি সময়। এই মাসে আমরা সকল প্রকার অশ্লীলতা ও পাপাচার থেকে দূরে থাকব এবং আল্লাহর ইবাদতে মশগুল হব। রমজানের পবিত্রতা রক্ষা ও সামাজিক শান্তি বজায় রাখার জন্য সকলের প্রতি আহ্বান জানান বক্তারা। এছাড়াও রমজান মাসে দ্রব্যমূল্য স্থিতিশীল রাখার জন্য সরকারের প্রতি জোর দাবি জানান তারা।

এসময় শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি গাজী মোহাম্মদ বেলাল, যুব বিভাগের সভাপতি নবীর হোসেন মাসুদ, ফটিকছড়ি পৌরসভার সভাপতি জিয়াউল হক রুবেল, নাজিরহাট পৌরসভার সভাপতি বায়জিত হাসান মুরাদসহ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ




কালিয়াকৈরে সড়ক দুর্ঘটনায় পুলিশ সদস্য নিহত
১ এপ্রিল ২০২৫ সন্ধ্যা ০৬:৩২:৩৫