• ঢাকা
  • |
  • বুধবার ১৯শে চৈত্র ১৪৩১ সকাল ০৬:০১:৪৯ (02-Apr-2025)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • বুধবার ১৯শে চৈত্র ১৪৩১ সকাল ০৬:০১:৪৯ (02-Apr-2025)
  • - ৩৩° সে:

জেলার খবর

নারায়ণগঞ্জে রমজানে যানজট নিরসনে থাকবে ১৮০ সহায়ক

২ মার্চ ২০২৫ বিকাল ০৫:১৪:৪৩

নারায়ণগঞ্জে রমজানে যানজট নিরসনে থাকবে ১৮০ সহায়ক

নারায়ণগঞ্জ প্রতিনিধি: নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি’র পরিচালনা পর্ষদ এর পক্ষ থেকে পবিত্র মাহে রমজান উপলক্ষে নারায়ণগঞ্জ শহরে যানজট নিরসনে নারায়ণগঞ্জের শিক্ষার্থী ও ট্র্যাফিক বিভাগের সাথে নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। নারায়ণগঞ্জের পুলিশ প্রশাসনকে সাহায্য করতে কমিউনিটি পুলিশের পাশাপাশি ১৮০ জন সদস্য দিলো নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি।

১ মার্চ শনিবার দুপুরে চেম্বার ভবনের কনফারেন্স রুমে এ সভা অনুষ্ঠিত হয়। রমজানে সড়কে জনগণের ভোগান্তি কমাতে এ কার্যক্রম আরও ব্যাপকভাবে চলবে বলে জানিয়েছেন নারায়ণগঞ্জ চেম্বারের সভাপতি মোস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু।

দিপু ভূঁইয়া বলেন, রমজানের সময় শহরের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে চেকপোস্ট বসানো হবে যেন অবৈধ যানবাহন শহরে প্রবেশ করতে না পারে। এছাড়াও ট্র্যাফিক নিয়ন্ত্রণে জেলা পুলিশকে সহায়তায় কমিউনিটি পুলিশের ব্যবস্থা করতে উদ্যোগ নিয়া হয়েছে। পাশাপাশি সড়ক দখলমুক্ত রাখতেও নানা উদ্যোগের চেষ্টা করছে নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি। যানজট নিরসনে চেম্বার কমিউনিটি পুলিশের মাধ্যমে অতীতে চেষ্টা করেছে। এ বছর আমরা এই কার্যক্রম আরও ব্যাপকভাবে হাতে নেব। আপনারাও আমাদের সাথে গুরুত্বপূর্ণ পয়েন্টে আমাদের সাহায্য করবেন। যেন নারায়ণগঞ্জ শহরটা যানজটমুক্ত থাকে।

তিনি আরও বলেন, যানজটের কারণে পরিবহন খরচ বেড়ে যায়। এটা কমানো গেলে দ্রব্যমূল্যের দাম কিছুটা হলেও কমবে। নবাব সিরাজুদ্দৌলা রাস্তা কাটা থাকায় ট্রাক যেতে পারছে না। এ সমস্যাটা অতিশীঘ্রই যেন সমাধান করা যায় সে ব্যবস্থা আমরা গ্রহণ করবো।

এসময় চেম্বারের সিনিয়র সহ-সভাপতি মোরশেদ সারোয়ার (সোহেল) বলেন, নারায়ণগঞ্জে যানজট নিরসনে বেশ কয়েকটি পয়েন্ট লক্ষ্য করা যায়, বিশেষ করে চাষাঢ়া মোড়, গ্রীনলেন্স ব্যাংক মোড়, ২নং রেইল গেইট, ১নং রেইল গেইট, মন্ডলপাড়া, খানপুর, পঞ্চবটি, সাইনবোর্ড। পবিত্র রমজান উপলক্ষ্যে সিয়াম সাধনায় ধৈর্যশীলতা একটি অংশ।

তিনি বলেন, আপনারা যারা যানজট নিরসন কাজে দায়িত্বরত থাকবেন অবশ্যই ধৈর্যের সাথে দ্বায়িত্ব পালন করতে হবে কোন অবস্থাতে কাউকে আঘাত করা ও আইন নিজের হাতে তুলে নেওয়া যাবে না। আপনারা শিক্ষিত পরিবারের শিক্ষিত সন্তান। উপকার করতে গিয়ে আপনারাসহ আমাদের সকলের সুনাম নষ্ট করা যাবে না। প্রায় প্রত্যেকটি মোড়ে ট্র্যাফিক পুলিশ, কমিউনিটি পুলিশ ও সাথে আপনারা ১৮০ জন সদস্য তাদের সহায়তা করার জন্য নিয়োজিত থাকবেন। যেহেতু রোদ, বৃষ্টিতে রাস্তায় পাবলিক সেক্টরে- রিকশা, অটো রিকশা, ড্রাইভার, পথচারী ও সাধারণ জনসাধারণের সাথে কাজ করতে হবে তাই এটি একটি কঠিন কাজ।

তিনি আরও বলেন, অবশ্যই মাথা ঠান্ডা রেখে ধৈর্যের সাথে কর্তব্য পালন করতে হবে। প্রতিদিন সকাল ৮টা থেকে দুপুর ২টা পর্যন্ত এবং দুপুর ২টা থেকে রাত ১০ পর্যন্ত ২টা টিম কার্যক্রম পরিচালনা করবে। চেম্বার কর্তৃক মনোনীত চেম্বার পরিচালক আহমেদুর রহমান তনু এবং অন্যান্য পরিচালক বৃন্দের সহায়তায় মনিটরিং সদস্য নিয়মিত আপনাদের কার্যক্রম তদারকি করবে। যে কোনো প্রকার সমস্যা সমাধানের জন্য মনিটরিং সদস্যদের মাধ্যমে ট্র্যাফিক বিভাগ ও আইনশৃঙ্খলা কর্তৃপক্ষের মাধ্যমে চেম্বার থেকে সমাধানের চেষ্টা করা হবে। একটি কথা সবসময় মনে রাখবেন, আপনারাই শক্তি, আপনাদের ত্যাগ, মেধা ও পরিশ্রমে দেশ নতুন স্বপ্ন দেখছে। সুতরাং নারায়ণগঞ্জে যানজট নিরসনসহ যে কোনো প্রকার সমস্যা সমাধানে নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি সকল ধরনের সহযোগিতায় আপনাদের পাশে আছে ও থাকবে।

এসময় সভায় উপস্থিত ছিলেন ট্র্যাফিক ইন্সপেক্টর (প্রশাসন) এমএ করিম সহ উপস্থিত চেম্বারের সহ-সভাপতি-মোহাম্মদ আবু জাফর, পরিচালক- খন্দকার সাইফুল ইসলাম, গোলাম সারোয়ার (সাইদ), আহমেদুর রহমান তনু, মোস্তফা এমরানুল হক, মো. মজিবুর রহমান।

যানজট নিরসনে কমিউনিটি পুলিশকে সহায়তা করার জন্য প্রায় ৪০-৫০ জন ছাত্র-ছাত্রী সদস্যবৃন্দসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ




কালিয়াকৈরে সড়ক দুর্ঘটনায় পুলিশ সদস্য নিহত
১ এপ্রিল ২০২৫ সন্ধ্যা ০৬:৩২:৩৫