• ঢাকা
  • |
  • শুক্রবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ রাত ০১:১৮:১৫ (22-Nov-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • শুক্রবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ রাত ০১:১৮:১৫ (22-Nov-2024)
  • - ৩৩° সে:

জেলার খবর

একমাত্র ছেলেকে হারিয়ে নির্বাক রাব্বীর বাবা মা

৪ আগস্ট ২০২৪ সকাল ১১:৩৫:৫৯

একমাত্র ছেলেকে হারিয়ে নির্বাক রাব্বীর বাবা মা

মাধবদী (নরসিংদী) প্রতিনিধি: কোটা সংস্কার ও সরকার পতনের ১ দফা দাবিতে আন্দোলনরত শিক্ষার্থী ও জনতার মধ্যে নরসিংদীর মাধবদীতে ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে ২০ জুলাই দুপুরে কারফিউ শিথিলের সময় বিজিবির গুলিতে মারা যান আশিকুল ইসলাম রাব্বি (২১)। একমাত্র ছেলেকে হারিয়ে নির্বাক মা শামসুন্নাহার ও বাবা আব্দুল খালেক সরকার।

নিহত রাব্বির স্বজনরা জানান, ওই দিন বিজিবির গুলিতে আহত হন মুন্না নামে রাব্বির এক বন্ধু। খবর পেয়ে রাব্বি বাড়ি থেকে ছুটে যান মুন্নাকে বাঁচাতে। কিন্তু মানবতা দেখাতে গিয়ে ফের বিজিবির ছোড়া গুলিতে মারা যান রাব্বি। রাব্বির বুকের ডান পাশে লাগা গুলি দেহেই রয়ে গেছে, ময়নাতদন্ত ছাড়াই সামাজিক কবরস্থানে তার মরদেহ দাফন করা হয়।

২ আগস্ট শুক্রবার বিকেলে সরেজমিনে নরসিংদীর মাধবদীতে মেহেরপাড়া ইউনিয়নের ভগিরথপুর গিয়ে দেখা যায়, নিহত আশিকুল ইসলাম রাব্বির পরিবারে শোকের ছায়া। রাস্তার পাশে টিনশেড ঘরের মেঝেতে বসে বিলাপ করছেন স্বজনরা। বাকরুদ্ধ হয়ে বসে আছেন পাশে বাবা-মা।

রাব্বির মা শামসুন্নাহার জানান, স্বামী ব্যাটারিচালিত অটোরিকশা চালিয়ে সংসার চালাতেন। গত কোরবানির ঈদের ১০ দিন আগে স্বামীকে অজ্ঞান করে ছিনতাই করা হয় অটোরিকশাটি। ঋণ করে ছেলেকে আরেকটি অটোরিকশা কিনে দেওয়ার পর তার রোজগারেই চলত সংসার।

শামসুন্নাহার আর্তনাদ করতে করতে বলেন, আমরা ভিডিওতে দেখেছি গুলি লেগে রক্তে ভেসে গেছে তার বুক। এত কষ্ট করে ছেলেকে বড় করলাম, সংসারের অভাব ঘোচাতে বিদেশে যাওয়ার জন্য পাসপোর্ট জমা দিয়েছে ট্রাভেল এজেন্সিতে। কী দোষ ছিল আমার ছেলের, কেন এভাবে মরতে হবে। এখন আমাদের আইসা মাইরা যান আপনারা।

নিহত রাব্বির বাবা আব্দুল খালেক সরকার বলেন, মেয়েকে বিয়ে দিয়েছি। একমাত্র ছেলে অটো চালিয়ে মুখে খাবার তুলে দিত। আজ আমি নিঃস্ব হয়ে গেলাম। ছেলেকে তো আর ফিরে পাব না। সরকারি লোকেরা মারল, বিচার চাইব কার কাছে, আমাদের দেখবে কে?

আবুল খায়ের ফার্মেসির মালিক স্থানীয় চিকিৎসক আবুল খায়ের ঘটনার বর্ণনা দিয়ে বলেন, ওই দিন কারফিউ ছিল। সেনাবাহিনী, বিজিবি ও পুলিশের টহল ছিল ঢাকা-সিলেট মহাসড়কে। তা দেখতে উৎসুক জনতা দলবদ্ধ অবস্থায় গ্রামের রাস্তাগুলোতে জমায়েত হয়।

এরপর বিজিবি আমাদের দোকানের কাছে এলে দেখি ছেলেরা দৌড়াচ্ছে। দুপুর ১২টার আগে শেখেরচর ও মাজার বাসস্ট্যান্ডে গুলিতে এক দর্জি আলি হোসেন ও ঝালমুড়ি বিক্রেতা নাহিদ মিয়া মারা গেছেন, আরও অনেকে গুলিবিদ্ধ হয়েছেন বলেও জানান তিনি।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ







ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৯ জনের মৃত্যু
২১ নভেম্বর ২০২৪ রাত ০৮:০৫:৩৩