• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৪ঠা আশ্বিন ১৪৩১ সকাল ০৭:০৯:০৪ (19-Sep-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৪ঠা আশ্বিন ১৪৩১ সকাল ০৭:০৯:০৪ (19-Sep-2024)
  • - ৩৩° সে:

স্বাস্থ্য ও চিকিৎসা

মা ও শিশু সেবা কল্যাণ কেন্দ্রের অনিয়ম বন্ধের দাবিতে মানববন্ধন

১৮ আগস্ট ২০২৪ সকাল ১০:৪৭:২৮

মা ও শিশু সেবা কল্যাণ কেন্দ্রের অনিয়ম বন্ধের দাবিতে মানববন্ধন

সাঘাটা (গাইবান্ধা) প্রতিনিধি: গাইবান্ধার বাদিয়াখালী মা ও শিশু সেবা কল্যাণ কেন্দ্রে নানা অনিয়মের প্রতিবাদ এবং ২৪ ঘণ্টার সেবা দান নিশ্চিতকরণের দাবিতে মানববন্ধন করেছেন স্থানীয়রা।

১৭ আগস্ট শনিবার সকালে বাদিয়াখালী ইউনিয়নের ছাত্র ও সর্বস্তরের জনগণের আয়োজনে পুরাতন বাদিয়াখালী বাজার সড়কে ঘণ্টাব্যাপী মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। পরে বিক্ষোভ মিছিল বের করে বাজার প্রদক্ষিণ শেষে মা ও শিশু সেবা কল্যাণ কেন্দ্রের সামনে গিয়ে কর্মসূচির সমাপ্তি ঘোষণা করা হয়।

বক্তব্য রাখেন মানবাধিকার কর্মী কাজী আব্দুল খালেক, দিদারুল সালাম মামুন, শাহজাহান আলী, মো. মাহিম, সেলিমসহ আরও অনেকে।

বক্তারা বলেন, মা ও শিশু কল্যাণ কেন্দ্রে অনিয়ম করা হচ্ছে। এখানে ৭টি পদ  রয়েছে, উপস্থিত থাকেন তিনজন, পরিবার কল্যাণ পরিদর্শিকা সাদিয়া সুফিয়ান, দাই নার্স মুন্নি আক্তার, আয়া মনোয়ারা খাতুন তিন্নি। তারাও সপ্তাহে চারদিন অফিস করেন। গর্ভবতীরা  সেবা পায় না। সংকট দেখিয়ে ওষুধ দেওয়া হয় না। এছাড়া অ্যাম্বুলেন্স, মেডিকেল অফিসার, পিওন, নাইট গার্ড ও ড্রাইভার দীর্ঘদিন থেকে নেই।

অভিযোগের বিষয়ে জানতে চাইলে পরিবার কল্যাণ পরিদর্শিকা সাদিয়া সুফিয়ান বলেন, আমি সপ্তাহে চারদিন অফিস করি। ওষুধ জনগণকে দেই কিনা এটা এলাকার লোকজন জানেন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু
১৮ সেপ্টেম্বর ২০২৪ রাত ০৯:৪৩:২৫







কৃষিগুচ্ছের ভর্তি পরীক্ষার নতুন তারিখ ২৫ অক্টোবর
১৮ সেপ্টেম্বর ২০২৪ সন্ধ্যা ০৭:৪৩:১৫

মিয়ানমার থেকে গুলিবর্ষণ, সরাসরি টেকনাফ বন্দরে আঘাত
১৮ সেপ্টেম্বর ২০২৪ সন্ধ্যা ০৭:৩০:১৪