• ঢাকা
  • |
  • শনিবার ৯ই অগ্রহায়ণ ১৪৩১ সন্ধ্যা ০৭:১০:৩৩ (23-Nov-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • শনিবার ৯ই অগ্রহায়ণ ১৪৩১ সন্ধ্যা ০৭:১০:৩৩ (23-Nov-2024)
  • - ৩৩° সে:

জেলার খবর

বাবলা ডাকাত হত্যা মামলায় নিরপরাধ জনপ্রতিনিধিকে আসামী করার অভিযোগ

৪ নভেম্বর ২০২৪ দুপুর ১২:৫৯:০৭

বাবলা ডাকাত হত্যা মামলায় নিরপরাধ জনপ্রতিনিধিকে আসামী করার অভিযোগ

মতলব উত্তর (চাঁদপুর) প্রতিনিধি: আলোচিত সমালোচিত বাবলা ডাকাত ছিলেন চাঁদপুর-মুন্সিগঞ্জের মেঘনা-ধনাগোদা নদী এলাকার অন্যতম জলদস্যু। সম্প্রতি মেঘনা নদীতে বালু উত্তোলনকে কেন্দ্র করে নিজ বাহিনীর মধ্যে ভাগ ভাটোয়ারা নিয়ে দ্বন্দ্বে নিহত হন বাবলা ডাকাত। ওই হত্যা মামলায় কালীপুর স্কুল এন্ড কলেজের গভর্নিং বডির সদস্য জসিম উদ্দিনকে আসামী করা হয়।

নিরপরাধ একজন জনপ্রতিনিধিকে হত্যা মামলার আসামী করার প্রতিবাদে ৪ নভেম্বর সোমবার সকালে কালীপুর স্কুল এন্ড কলেজ মাঠে মানববন্ধন ও প্রতিবাদ সভা করেছেন এলাকাবাসী ও শিক্ষার্থীরা।

এ সময় বক্তারা বলেন, বাবলা একজন আলোচিত ডাকাত সর্দার। সে অত্র নদী এলাকায় অবৈধভাবে বালু উত্তোলন, নৌ ডাকাতি, চুরি, খুন, গুমসহ কুখ্যাত সব অপরাধের সাথে জড়িত। এমন একজন কুখ্যাত ডাকাত সর্দারের নিহতের খবরে এলাকাবাসী স্বস্তি পেয়েছে। কিন্তু আমরা হতাশ হয়েছি যখন শুনলাম বাবলা হত্যা মামলায় নিরপরাধ একজন জনপ্রতিনিধিকে আসামী করা হয়েছে। এটা ষড়যন্ত্রমূলক। এই মামলা থেকে জসিম উদ্দিন মেম্বারকে দ্রুত অব্যাহতি দিতে হবে। শুধু তাই নয়, যারা এই ষড়যন্ত্রের সাথে জড়িত তাদেরকেও জবাবদিহি করতে হবে।  

সজিব আহমেদের পরিচালনায় প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন বশিরুল হক বাচ্চু মিয়াজী, বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব সাংবাদিক লিয়াকত আলী চৌধুরী খুকু, শিক্ষক দুলাল হোসেন, মাহমুদা আক্তার, শওকত হোসেন, জুয়েল ঢালী প্রমুখ।

এ সময় বাবলা ডাকাত হত্যা মামলা থেকে নিরপরাধ জসিম উদ্দিন মেম্বারকে অব্যাহতি চেয়ে বিভিন্ন স্লোগান দিয়ে মিছিল করেন শিক্ষার্থী ও এলাকাবাসী।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ









শীতে চুল ও দাড়ির যত্ন নিবেন যেভাবে
২৩ নভেম্বর ২০২৪ দুপুর ০২:১০:১৮