• ঢাকা
  • |
  • শুক্রবার ২০শে চৈত্র ১৪৩১ রাত ০১:৩১:৫৬ (04-Apr-2025)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • শুক্রবার ২০শে চৈত্র ১৪৩১ রাত ০১:৩১:৫৬ (04-Apr-2025)
  • - ৩৩° সে:

জেলার খবর

রায়পুরে বিএনপির নবগঠিত কমিটির সদস্য সচিবকে ফুলেল শুভেচ্ছা

১২ ডিসেম্বর ২০২৪ সকাল ১১:৪৮:৫৩

রায়পুরে বিএনপির নবগঠিত কমিটির সদস্য সচিবকে ফুলেল শুভেচ্ছা

লক্ষ্মীপুর (উত্তর) প্রতিনিধি: লক্ষ্মীপুরের রায়পুর উপজেলা বিএনপির নবগঠিত কমিটির সদস্য সচিব আলহাজ শফিকুর রহমান ভূঁইয়াকে ফুলেল শুভেচ্ছার মধ্য দিয়ে বরণ করে নিয়েছে উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। ১১ ডিসেম্বর বুধবার দিনব্যাপী শফিক ভূঁইয়ার নিজস্ব বাসভবনে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

উপজেলার ১০টি ইউনিয়ন ও পৌরসভার ৯টি ওয়ার্ড থেকে বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা ফুল নিয়ে ছুটে আসেন তাদের প্রিয় নেতাকে শুভেচ্ছা জানাতে। এসময় শফিক ভূঁইয়াও আগত নেতাকর্মীদের মিষ্টিমুখ করিয়ে ভালোবাসা ভাগাভাগি করে নেন।

স্থানীয় সূত্রে জানা যায়, ৭ ডিসেম্বর জেলা বিএনপির আহ্বায়ক শহিদ উদ্দিন চৌধুরী এ্যানি, সদস্য সচিব সাহাব উদ্দিন সাবু ও যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট হাসিবুর রহমান স্বাক্ষরিত বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্যাডে ৫৫ সদস্য বিশিষ্ট রায়পুর উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়।

এম নাজমুল ইসলাম মিঠুকে আহ্বায়ক, আলহাজ শফিকুর রহমান ভূঁইয়াকে সদস্য সচিব, ছালেহ আহমদকে সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও আব্দুল বাসেদ হাওলাদার, মো. মোজাফফর হোসেন, মো. আলমগির হোসেন মাঝি, গাজি মোস্তফা কামাল, হারুনুর রসিদ হাওলাদার, অ্যাডভোকেট জাকির হোসেন, ইখতিয়ার উদ্দিন সোহাগ, অ্যাডভোকেট এমরান হোসেন, আমির হোসেন মানিক, নজরুল ইসলাম সরকার, আবুল হাশেম দুলাল মোল্লা, মালেক মোহাম্মদ ইসমাইল, মো. ইউছুফ মিয়া, জহিরুল আলম বাচ্চু, অ্যাডভোকেট খায়ের আলম, মিজানুর রহমান সর্দার, আমিনুল আজিজ বাদশাহ, ইমাম হোসেন গাজি, অ্যাডভোকেট আনোয়ার হোসেন মৃধা ও মিজানুর রহমান মাসুম ভূঁইয়াকে যুগ্ম আহ্বায়কসহ মোট ৫৫ জনকে সদস্য করে এ আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ





দৌলতদিয়ায় মাদকসহ গ্রেফতার ১
৩ এপ্রিল ২০২৫ রাত ০৮:০৩:৩২




পাবনায় পুকুরে ডুবে শিশুর মৃত্যু
৩ এপ্রিল ২০২৫ সন্ধ্যা ০৬:৪৫:৪১