কক্সবাজার প্রতিনিধি: মুক্তিপণ না পেয়ে চার বছরের শিশুকে হত্যা করেছে অপহরকারীরা। ২ ফেব্রুয়ারি শুক্রবার সকালে শিশু আবিদের মরদেহ একটি পরিত্যক্ত ইটভাটার পুকুর থেকে উদ্ধার করা হয়।
শিশু আবিদ সদর উপজেলার পিএমখালী ইউনিয়নের জুমছড়ির মোহাম্মদ ইসলামের পুত্র।
জানা গেছে, শুক্রবার সকালে নয়াপাড়া ও ঘাটকুলিয়াপাড়ার মধ্যবর্তী একটি পরিত্যক্ত ইটভাটার পুকুরে ভাসমান অবস্থায় স্থানীয় লোকজন শিশু আবিদের মরদেহ দেখতে পায়। পরে তারা পুলিশকে খবর দিলে তারা এসে শিশুটির মরদেহ উদ্ধার করে। এশার নামাজের পর জানাযা শেষে স্থানীয় কবরস্থানে তাকে দাফন করা হয়।
শিশু পুত্রের পিতা মোহাম্মদ ইসলাম জানান, আমার স্ত্রীর মোবাইলে অপরিচিত একটি মোবাইল নাম্বার (০১৯৯০৯১৪৮৭৫) থেকে রাত সাড়ে এগারোটায় ফোন করে ছেলে আবিদকে অপহরণ করা হয়েছে জানিয়ে ৩ লাখ টাকা মুক্তিপণ দাবি করে। বিষয়টি স্থানীয় লোকজনকে জানালে মেরে ফেলবে বলে জানায়। তার পরিবারের আর্থিক দূরাবস্থার কথা জানালেও মন গলেনি অপহরণকারীদের।
শুক্রবার শিশুটির মরদেহ উদ্বার করে পুলিশ। বিকালে এ ঘটনায় জড়িত থাকা সন্দেহে তিনজনকে আটক করে তারা।
আটকরা হলো, প্রতিবেশী কবির আহমেদের পুত্র মোহাম্মদ হোসেন এবং তাদের আত্মীয় জাকির হোসেনের দুই পুত্র রিফাত ও আরাফাত।
কক্সবাজার মডেল থানার অপারেশন অফিসার মোহাম্মদ ক্যায়সার হামিদ জানান, ইটভাটার পাশে একটি মরদেহ ভাসতে দেখে স্থানীয় জনতা পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করে। সদর মডেল থানার সরকারি পরিদর্শক ইব্রাহিম মরদেহের সুরতহাল তৈরি করেন। মরদেহ পরিববারে কাছে হস্তান্তর করা হয়েছে।
এঘটনার পর এলাকায় আতঙ্ক বিরাজ করছে। স্থানীয় জনতা এমন নির্মম হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত গ্রেফতারপুর্বক সর্বোচ্চ শাস্তির দাবি জানিয়েছেন।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available