পুবাইল (গাজীপুর) প্রতিনিধি: গাজীপুর মহানগরীর পূবাইল এলাকায় প্রেমিকার ফাঁদে পরে অপহরণ ও মুক্তিপণ আদায়ের ঘটনায় ৫ জনকে গ্রেফতার করেছে পূবাইল থানা পুলিশ।
১৩ মে সোমবার গোপন সংবাদের ভিত্তিতে পূবাইলের মাঝুখান এলাকা থেকে অপহরণের সাথে জড়িত থাকার অভিযোগের মামলায় তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতাররা হলেন- গাজীপুর মহানগরের ৪২নং ওয়ার্ডের পদ হারবাইদ এলাকার মঞ্জুরুল ইসলাম হিমেল, একই এলাকার শামীম, রুবাইয়েত, সুনামগঞ্জ জেলার শাল্লা থানার চামারচর গ্রামের ছেলে মোহাম্মদ রানা ও বি-বাড়িয়া জেলার আশুগঞ্জ থানার অধিবাসী মোহাম্মদ মারুফ।
অভিযোগ সূত্রে জানা যায়, একই মেয়ে দুই নামে শারমিন সুমাইয়া ও তাকিয়া খানম নামে ফেসবুক প্রেমিকা সেজে প্রেমের ফাঁদে ফেলে দুই যুবককে। প্রেমের সম্পর্ক গভীর থেকে গভীরতম হলে পরস্পরে দেখা করার কথা বলে।
সেই কথার সূত্র ধরে ১ মে সন্ধ্যায় শারমিনের সাথে দেখা করতে আসে রাহেদুল। এ সময় শারমিন রাহেদুলকে পদ হারবাইদ এলাকায় ৫ যুবকের কাছে হস্তান্তর করে কৌশলে পালিয়ে যায়। একইভাবে, ২৭ এপ্রিল সন্ধ্যায় তাকিয়া খানের সাথে দেখা করতে এসে অপহরণের শিকার হয় শাহীন হাসান অন্তত নামে যুবক।
অপহরণের পর দুই যুবকের বাসায় ফোন করে তিন লক্ষ টাকা মুক্তিপণ দাবি করে ও শারীরিকভাবে নির্যাতন শুরু করে। একপর্যায়ে ভিকটিমের দুই পরিবারের কাছ থেকে মোবাইল ব্যাংকের মাধ্যমে ৮৭ হাজার টাকা আদায় করে চক্রটি। এছাড়া, ভিকটিমের কাছে থাকা মোবাইল ফোন ও পেনড্রাইভ রেখে দিয়ে পদহারবাইদ এলাকার মনিরের দোকানের কাছে ফেলে দিয়ে আসে অপহরণকারীরা।
তাদের হাত থেকে ছাড়া পেয়ে ভিকটিম যুবক টঙ্গী পশ্চিম থানা এলাকার রাশেদুল ইসলাম লায়ন ও ঢাকা শেরে বাংলা এলাকার শাহিন হাসান অন্তর ৫ মে রোববার বাদি হয়ে পূবাইল থানায় মামলা করেন।
থানা পুলিশের ফাঁদে অবশেষে ধরা পড়ে কারাগারে ঠিকানা হয়েছে অপহরণকারী চক্রের ৫ জন সদস্যের। প্রেমিকা শারমিন সুমাইয়া ওরফে তাকিয়া খানমসহ অন্যদের গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available