কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি: সরকারি চাকরিতে কোটা সংস্কার আন্দোলনের নামে দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির প্রতিবাদে গাজীপুরের কালিয়াকৈরে মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধা সন্তানরা মানববন্ধন করেছে।
১৭ জুলাই বুধবার সকালে উপজেলার কালিয়াকৈর বাজারস্থ মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনের সামনে সকাল ১১টা থেকে ১২টা পর্যন্ত এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মুক্তিযোদ্ধা সংসদ ও মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড কালিয়াকৈর উপজেলা শাখা এ প্রতিবাদ মানববন্ধনের আয়োজন করে।
বক্তারা বলেন- শিক্ষার্থীরা কোটা আন্দোলনের নামে বাঙালির মহান স্বাধীনতা ও মুক্তিযোদ্ধাদের প্রতি কটাক্ষ করছে। মিছিলের মাধ্যমে নিজেদের একাত্তরের ঘৃণিত গণহত্যাকারী আত্মস্বীকৃত রাজাকার বলে দাবি করে দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করছে।
প্রতিবাদ মানববন্ধনে উপস্থিত সকলকে আহ্বান জানিয়ে বক্তারা বলেন, শিক্ষার্থীদের কোটা সংস্কারের যে দাবি উত্থাপন করা হয়েছে, তা বাস্তবায়নের জন্য ধ্বংসাত্মক আন্দোলন বন্ধ করে সকলে আদালতের শরণাপন্ন হতে হবে। তবে তা বিনেচনা করা হবে।
এ সময় আরও উপস্থিত থেকে বক্তব্য রাখেন, কালিয়াকৈর উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা ডা. সাহাব উদ্দিন আহসান, সাবেক ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মো. নাসির উদ্দিন, বীর মুক্তিযোদ্ধা মো. আব্দুর রাজ্জাক, বীর মুক্তিযোদ্ধা মো. হাবিবুর রহমান।
এছাড়াও বীর মুক্তিযোদ্ধা মো. আব্দুল হক, বীর মুক্তিযোদ্ধা ডিএ সামাদ, উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সভাপতি আসাদুজ্জামান আসাদ, সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম শরীফ প্রমুখ ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available