আন্তর্জাতিক ডেস্ক: ভারতের রাজধানী নয়াদিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে গ্রেফতার করা হয়েছে। স্বাধীন ভারতের ইতিহাসে ক্ষমতাসীন কোনো মুখ্যমন্ত্রীর গ্রেফতার হওয়ার ঘটনা এটিই প্রথম। দেশটির কেন্দ্রীয় অর্থ মন্ত্রণালয়ের তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি) মদ নীতি কেলেঙ্কারির অভিযোগে তাকে গ্রেফতার করেছে।
ভারতে লোকসভা নির্বাচনের মাত্র কয়েক সপ্তাহ আগে ২১ মার্চ বৃহস্পতিবার রাতে তাকে গ্রেফতার করে ইনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)।
তার রাজনৈতিক দল আম আদমি পার্টি (এএপি) জানিয়েছে, গ্রেফতার হলেও কেজরিওয়াল দিল্লির মুখ্যমন্ত্রী হিসেবে থাকবেন।
বৃহস্পতিবার সন্ধ্যা থেকেই মুখ্যমন্ত্রীর বাড়িতে তল্লাশি শুরু করে ইডির ১২ জন সদস্য। প্রয়োজনীয় নথি দেখিয়েই তার বাড়িতে প্রবেশ করেন ইডি সদস্যরা। এসময় তার বাড়ির সামনে বিপুল পরিমাণ পুলিশ মোতায়েন করা হয়।
কেজরিওয়ালকে গ্রেফতারের পরই তার বাসভবনের সামনে বিক্ষোভ শুরু করেন আম আদমি পার্টির সমর্থকরা। এসময় পুলিশের সঙ্গে তাদের ধস্তাধস্তি হয়। দিল্লিজুড়েই বিক্ষোভ-প্রতিবাদ শুরু করেন তারা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে মুখ্যমন্ত্রীর বাড়ির আশপাশে ১৪৪ ধারা জারি করা হয়েছে।
শুক্রবার পিএমএলএ আদালতে হাজির করা হবে আম আদমি পার্টি প্রধানকে। তবে বৃহস্পতিবার সন্ধ্যাতেই নিরাপত্তা চেয়ে সুপ্রিম কোর্টে আবেদন করেন তিনি।
দিল্লির মন্ত্রী ও আম আদমি পার্টির নেত্রী অতিশি জানিয়েছেন, অরবিন্দ কেজরিওয়াল দিল্লির বর্তমান মুখ্যমন্ত্রী আছেন এবং তিনি থাকবেন। তিনি জেল থেকেই মুখ্যমন্ত্রীর সব দায়িত্ব পালন করবেন।
মুখমন্ত্রীর বাসভবনের বাইরে থেকে অতিশি বলেন, আমরা খবর পাচ্ছি এনফোর্সমেন্ট ডিরেক্টরেট কেজরিওয়ালকে গ্রেফতার করেছে। তার গ্রেফতারের বিষয়টি মোদি ও বিজেপির একটি ষড়যন্ত্র। দুই বছর আগে মদ নীতি কেলেঙ্কারির মামলার তদন্ত শুরু হয়। আম আদমি পার্টির এক হাজার নেতার বিরুদ্ধে ইডি ও সিবিআই এক হাজারের বেশি অভিযান চালিয়েও একটি অর্থও পায়নি।
তিনি আরও বলেছেন, লোকসভা নির্বাচনের তারিখ ঘোষণার পর কেজরিওয়ালকে গ্রেফতার করা একটি ষড়যন্ত্র। কেজরিওয়াল শুধুমাত্র একজন ব্যক্তি নয়, তিনি চিন্তাধারা। যদি মনে করেন, একজন কেজরিওয়ালকে গ্রেফতার করে এই চিন্তাধারা বন্ধ করে দিতে পারবেন, তাহলে আপনি ভুল।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available