কুমিল্লা প্রতিনিধি: কুমিল্লার চান্দিনায় স্ত্রী মোছা. মলেকা বেগমকে গলা চেপে শ্বাসরোধ করে হত্যার দায়ে স্বামীকে মৃত্যুদণ্ড দিয়েছেন কুমিল্লার আদালত। ৩০ জুন রবিবার দুপুর ১২টায় কুমিল্লার অতিরিক্ত জেলা ও দায়রা জজ ৩য় আদালতের বিচারক রোজিনা খান এ রায় দেন।
মৃত্যু দণ্ডপ্রাপ্ত আসামি মো. জামাল হোসেন কুমিল্লা চান্দিনা উপজেলার ছায়কোট গ্রামের সিরু মিয়ার ছেলে। আসামি জামাল হোসেন পেশায় একজন রিকশাচালক। রায় ঘোষণাকালে দণ্ডপ্রাপ্ত আসামি আদালতের কাঠগড়ায় উপস্থিত ছিলেন।
মামলার বিবরণ সূএে জানা যায়- ২০১৪ সালের ১৪ সেপ্টেম্বর বিকেল সাড়ে ৪টায় স্বামী-স্ত্রীর মধ্যে পারিবারিক কলহের জের ধরে আসামি জামাল হোসেনের নিজ ঘরে ভিকটিম মোছা. মলেকা বেগমকে গলা চেপে শ্বাসরোধ করে। এরপর নিহতরে মরদেহ রশি দিয়ে ঘরের তীরের সাথে ঝুলিয়ে রেখে পালিয়ে যায়। মৃত্যুর সংবাদ পেয়ে ভিকটিমের স্বজনরা ঘটনাস্থলে গিয়ে মোছা. মলেকা বেগমের মৃতদেহ দেখে চান্দিনা থানায় খবর দিলে থানা পুলিশ তা উদ্ধার করেন।
এ ঘটনায় নিহতের বড়ভাই কুমিল্লা দেবীদ্বার উপজেলার রাধানগর গ্রামের মৃত রেনু মিয়ার ছেলে খোরশেদ আলম বাদি হয়ে নিহতের স্বামী মো. খোরশেদ আলমসহ ৭ জনের নাম উল্লেখপূর্বক ও অজ্ঞাতনামা ২/৩ জনকে আসামি করে চান্দিনা থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই মো. নুরুল ইসলাম তথ্যপ্রযুক্তি ব্যবহার করে আসামি মো. জামাল হোসেন (৩০) কে ঘটনার ৩ দিন পর গ্রেফতার করে আদালতে সোপর্দ করে। আদালত ১০ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষে আসামি মো. জামাল হোসেনের বিরুদ্ধে আনীত অভিযোগ প্রমাণিত হওয়ায় তাঁকে দণ্ডবিধির ৩০২ ধারায় দোষী সাবস্তক্রমে মৃত্যু দণ্ডাদেশ প্রদান করেন।
রায়ে সন্তোষ প্রকাশ করে রাষ্ট্র পক্ষে নিযুক্ত কৌশলী এপিপি অ্যাডভোকেট মো. নুরুল ইসলাম বলেন, আমরা আশাবাদী উচ্চ আদালত এ রায় বহাল রেখে দ্রুত কার্যকর করবেন।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available