নড়াইল প্রতিনিধি: নড়াইলে নানা আয়োজনে বিশ্ববরেণ্য চিত্রশিল্পী এস এম সুলতানের ৩০তম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে । ১০ অক্টোবর বৃহস্পতিবার দিবসটি পালনে এসএম সুলতান ফাউন্ডেশন ও জেলা প্রশাসন নানা কর্মসূচির আয়োজন করে।
শিল্পীর মৃত্যুবার্ষিকীর দিন সকালে নড়াইল শহরের কুড়িগ্রামে শিল্পীর বাসভবনে তথা এসএম সুলতান স্মৃতি সংগ্রহশালা ও শিশুস্বর্গে কোরআন খতম ও দোয়া মাহফিলের মধ্য দিয়ে দিবসের কার্যক্রম শুরু হয়।
এরপর শিল্পীর কবরে শ্রদ্ধাঞ্জলি নিবেদন, শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন এসএম সুলতান ফাউন্ডেশন’র সভাপতি ও জেলা প্রশাসক শারমিন আক্তার জাহান।
আলোচনা সভায় বক্তব্য দেন জেলা বিএনপি’র সাবেক সভাপতি অ্যাডভোকেট ইকবাল হোসেন সিকদার, জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক ও সাবেক সদর উপজেলা চেয়ারম্যান আলহাজ্জ্ব মনিরুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শাশ্বতী শীল, সুলতানের শিষ্য চিত্রশিল্পী প্রফেসর বিমানেশ বিশ্বাস, অতিরিক্ত জেলা প্রশাসক (আইসিটি ও শিক্ষা) আরাফাত হোসেন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা রিপন বিশ্বাস, এনপিপি’র জেলা সভাপতি শরীফ মুনির হোসেন, সাংস্কৃতিক ব্যক্তিত্ব শেখ আবু হানিফ প্রমুখ।
উল্লেখ্য, ১৯৯৪ সালের ১০ অক্টোবর তিনি যশোর সম্মিলিত সামরিক হাসপাতালে অসুস্থ অবস্থায় মৃত্যুবরণ করেন । জন্মভূমি নড়াইল শহরের কুড়িগ্রামে তাকে সমাহিত করা হয়। এসএম সুলতান ১৯২৪ সালের ১০ আগস্ট নড়াইল পৌরসভার মাছিমদিয়ায় বাবা মেছের আলী ও মা মাজু বিবির ঘরে জন্মগ্রহণ করেন।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available