মহাদেবপুর (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর মহাদেবপুরে লক্ষী রাণী ও সরস্বতী রাণী (৬৫) নামের দুই যমজ বোনের একই সাথে মৃত্যু ঘটেছে।
৩০ নভেম্বর শনিবার ভোর সোয়া ৫টায় উপজেলার ভীমপুর ইউনিয়নের সরস্বতীপুর সরকার পাড়ায় এই মর্মান্তিক ঘটনা ঘটে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
স্থানীয়রা জানান, সরস্বতীপুর সরকার পাড়ার মৃত শংকর সরকারের জমজ মেয়ে লক্ষী রাণী ও সরস্বতী রাণী বিয়ের পর তাদের স্বামী-সন্তান নিয়ে বাবার বাড়িতে বসবাস করতেন। এদের মধ্যে লক্ষী রানী দীর্ঘদিন যাবত হার্টের অসুখে ভুগছিলেন। শনিবার ভোর ৫ টার দিকে লক্ষী রাণীর মৃত্যু হয়। এ সময় অপর জমজ বোন সরস্বতী রাণী ‘এক সাথে দুনিয়ায় এসেছিলাম আর তুই আমাকে ছেড়ে চলে গেলি’ বলে বিলাপ করতে করতে মাটিতে ঢলে পড়লে সাথে সাথে তারও মৃত্যু হয়।
স্থানীয় বাসিন্দা জনি সরকার বলেন, 'তাদের কোনো ভাই না থাকায় লক্ষী রাণীরা চার বোন বিয়ের পর স্বামী-সন্তানসহ বাবার বাড়িতেই বসবাস করতেন। একসাথে তাদের জমজ দুই বোনের মৃত্যুতে পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।'
এ ব্যাপারে মহাদেবপুর থানার ওসি মো. হাশমত আলীর সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, 'বিষয়টি আমার জানা নেই।'
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available