নিয়ামতপুর (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর নিয়ামতপুরে শবে বরাতের নফল নামাজ আদায় করার উদ্দেশ্যে অজু করতে গিয়ে মাথায় আঘাত পেয়ে রোজিফা বেগম (৬৫) নামের এক বৃদ্ধার মৃত্যু হয়েছে।
১৪ ফেব্রুয়ারি শুক্রবার রাত ৯টার দিকে উপজেলার চন্দননগর ইউনিয়নের জয়পুর গ্রামে এ ঘটনা ঘটে। মৃত রোকেয়া বেগম ওই এলাকার মোকছেদ আলীর স্ত্রী।
থানা ও পরিবার সূত্রে জানা গেছে, শুক্রবার রাতে শবে বরাতের নফল নামাজ আদায় করার উদ্দেশ্যে অজু করতে গোসল খানায় যাওয়ার পথে রক্তাক্ত অবস্থায় পড়ে ছিলেন। ছেলে ইমরান আলী (৩৫) মসজিদ থেকে বাড়ি ফিরে তার মাকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন। স্থানীয়রা এগিয়ে এসে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে রাত সাড়ে ১২টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, তার মৃত্যুর ঘটনায় অনুসন্ধান চলছে। পরিবারের সদস্যরা মামলা দায়ের করলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2025, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available