• ঢাকা
  • |
  • শুক্রবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ রাত ০১:০৮:৪৩ (22-Nov-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • শুক্রবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ রাত ০১:০৮:৪৩ (22-Nov-2024)
  • - ৩৩° সে:

জেলার খবর

লক্ষ্মীপুরে ৩০ জেলের অর্থদণ্ড, নৌকা ও জাল জব্দ

২১ মার্চ ২০২৪ সকাল ০৯:৩৮:০০

লক্ষ্মীপুরে ৩০ জেলের অর্থদণ্ড, নৌকা ও জাল জব্দ

লক্ষ্মীপুর প্রতিনিধি: লক্ষ্মীপুরের মেঘনা নদীতে নিষেধাজ্ঞা অমান্য করে মাছ শিকারের দায়ে ৩০ জেলেকে আটক করা হয়েছে।

২০ মার্চ বুধবার কমলনগর উপজেলার সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শামসুদ্দিন মো. রেজা,  মৎস্য  কর্মকর্তা আ. কুদ্দুছ, রামগতি বড়খেরী নৌ পুলিশ ফাঁড়ির সহযোগিতায় মতিরহাট, মাতব্বরেরহাট মেঘনা নদীতে মোবাইল কোর্ট পরিচালনা করে ৩০ জেলেকে আটক করে অর্থদণ্ড করা হয়।

এ সময় ৭টি নৌকা, ৬০ কেজি বিভিন্ন প্রজাতির মাছ এবং ২ লাখ মিটার কারেন্ট জাল জব্দ করা হয় । ৩০ জন জেলের প্রত্যেককে ৫ হাজার টাকা করে ১ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। নৌকাগুলো ৭টি উপজেলা মৎস্য কর্মকর্তাদের হেফাজতে রয়েছে।  অবৈধ কারেন্ট জাল পুড়ে ধ্বংস করা হয় এবং মাছ স্থানীয় গরিব, দুঃখী এবং মাদ্রাসায় বিতরণ করা হয়েছে।

অর্থ দণ্ডপ্রাপ্তরা হলেন- আব্দুল মালেক, আলামিন, আমজাদ মাঝি, মাইনুদ্দিন,  মজিদ, মান্নান, আব্দুল কাদের, ফিরোজ, কামাল, আজগর, সুমন, জাকির হোসেন, কবির হোসেন, আক্তার হোসেন, সাদ্দাম হোসেন , লোকমান হোসেন, বাহার, জসিম, ইব্রাহিম খলিল, রুবেল, জাহের, জামাল, শাহজাহান, রাসেল, রিয়াজ, লামিন, ইসমাইল, আক্তার, কামাল এবং  ফরহাদ।

উল্লেখ্য, জাটকা ইলিশ রক্ষায় লক্ষ্মীপুরের রামগতির আলেকজান্ডার থেকে চাঁদপুরের ষাঁটনল পর্যন্ত মেঘনা নদীর ১শ’ কিলোমিটার এলাকাকে ইলিশের অভয়াশ্রম হিসেবে ঘোষণা করে সরকার । এ সময় সকল ধরনের জাল এবং মাছ ধরা নিষিদ্ধ ঘোষণা করা হয়। 

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ







ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৯ জনের মৃত্যু
২১ নভেম্বর ২০২৪ রাত ০৮:০৫:৩৩