টাঙ্গাইল প্রতিনিধি: চার দফা দাবিতে অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি ও ছাত্র ধর্মঘট করছেন টাঙ্গাইলের ম্যাটস শিক্ষার্থীরা।
২ সেপ্টেম্বর শনিবার দুপুরে টাঙ্গাইল ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের সামনে এ কর্মসূচি পালন করেন তারা।
এ সময় ইন্টার্নশিপ বহাল, অসংগতিপূর্ণ কোর্স কারিকুলাম সংশোধন, অ্যালাইড হেলথ বোর্ড বাতিল করে মেডিক্যাল এডুকেশন বোর্ড অব বাংলাদেশের নামে স্বতন্ত্র বোর্ড গঠন, কর্মসংস্থান সৃজন ও দ্রুত নিয়োগ এবং বঙ্গবন্ধুর পঞ্চমবার্ষিক পরিকল্পনা অনুযায়ী উচ্চশিক্ষা প্রদানের দাবি তোলেন তারা। এসব দাবিতে গত ১৬ আগস্ট থেকে ক্লাস বর্জন করে আন্দোলন করছেন টাঙ্গাইল ম্যাটসের শিক্ষার্থীরা।
আন্দোলনকারী শিক্ষার্থীরা জানান, দাবি আদায় না হওয়া পর্যন্ত ক্লাসে ফিরবেন না তারা। দাবিগুলো বাস্তবায়নের জন্য প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেছেন ম্যাটস শিক্ষার্থীরা।
মানববন্ধনে শিক্ষার্থী কায়েস আহমেদ, সৈকত জাহান আকাশ, শাহরিয়ার কবির, আখি বকল, নাইম হাসানসহ শতাধিক ম্যাটস শিক্ষার্থী উপস্থিত ছিলেন।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available