স্টাফ রিপোর্টার, ফরিদপুর: বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. হুমায়ুন কবিরের অপসারণ না হওয়া পর্যন্ত কঠোর আন্দোলন চালিয়ে যাওয়ার কর্মসূচি নিয়েছে ফরিদপুরের সাংবাদিকেরা।
ফরিদপুর প্রেসক্লাবের উদ্যোগে ৭২ ঘণ্টা আল্টিমেটাম পরবর্তী সভায় এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।
১২ জুলাই শুক্রবার রাতে ফরিদপুর প্রেস ক্লাবের সভাপতি কবিরুল ইসলাম সিদ্দিকীর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মাহবুবুল ইসলাম পিকুলের সঞ্চালনায় আয়োজিত সভায় পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হয়েছে।
এতে ফরিদপুর মেডিকেল কলেজের পরিচালক হুমায়ুন কবিরের অপসারণ না হওয়া পর্যন্ত লাগাতার কর্মসূচি ঘোষণা করা হয়।
সভায় জানানো হয়, ফরিদপুর মেডিকেল কলেজের চিকিৎসা সেবার নামে রোগীদের সাথে নিয়মিতভাবে হয়রানি ও প্রতারণা করা হচ্ছে। স্বাস্থ্য সেবার মান প্রতিনিয়তই খারাপ হচ্ছে। এভাবে চলতে দেয়া যায় না। তাই স্বাস্থ্যসেবার উন্নতিকরণে এই আন্দোলনে ফরিদপুরের সর্বস্তরের জনগণকে সচেতন হয়ে এগিয়ে আসার আহ্বান জানানো হয়। এছাড়া মেডিকেল কলেজ ও হাসপাতালের পরিচালক হুমায়ুন কবিরের অপসারণ না হওয়া পর্যন্ত এ কর্মসূচি চলবে। এরই অংশ হিসেবে আগামী ১৪ জুলাই রোববার দুপুর ১২টায় ফরিদপুর প্রেস ক্লাবের সামনে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশের ঘোষণা দেওয়া হয়।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন ফরিদপুর প্রেস ক্লাবের সদস্য ও সিনিয়র সাংবাদিক নাজিম বকাউল, বিকে শিকদার সজল, আলিমুজ্জামান রনি, এস এম মনিরুজ্জামান, মাসুদুর রহমান তরুণ, শেখ মফিজুর রহমান শিপন, জাহিদুল ইসলাম ইবু।
এ সময় প্রেস ক্লাবের সদস্যরা উপস্থিত ছিলেন।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available