• ঢাকা
  • |
  • বুধবার ১৮ই চৈত্র ১৪৩১ ভোর ০৪:০৩:২৬ (02-Apr-2025)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • বুধবার ১৮ই চৈত্র ১৪৩১ ভোর ০৪:০৩:২৬ (02-Apr-2025)
  • - ৩৩° সে:

জেলার খবর

কালিয়াকৈরে চিনাইল পাগলের মেলায় মাদক বন্ধের দাবি

২১ জানুয়ারী ২০২৫ সকাল ০৯:৪৯:৪৯

কালিয়াকৈরে চিনাইল পাগলের মেলায় মাদক বন্ধের দাবি

কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি: গাজীপুরের কালিয়াকৈরে ঐতিহ্যবাহী চিনাইল পাগলা বাড়িতে কেশব পাগলের মেলাকে কেন্দ্র করে প্রকাশ্যে মাদক বিক্রির অভিযোগ উঠেছে।

২০ জানুয়ারি সোমবার সকালে মাদক ব্যবসা বন্ধের দাবিতে স্থানীয় জনগণ বিক্ষোভ মিছিল করেছে। মিছিলকারীরা মেলা কমিটি ও স্থানীয় চেয়ারম্যানের আশ্বাসে এক দিনের আলটিমেটাম দিয়েছে বলে জানা গেছে।

স্থানীয়রা জানান, উপজেলার ঢালজোড়া ইউনিয়নের কাছে অবস্থিত কেশব পাগলার আশ্রমে প্রতি বছর জানুয়ারি মাসে এ মেলা অনুষ্ঠিত হয়। চলতি বছর ১৫ জানুয়ারি থেকে শুরু হওয়া মেলায় দেশজুড়ে ভক্তদের আগমনে প্রাণচাঞ্চল্য সৃষ্টি হলেও মাদকের অবাধ বিক্রি এলাকাবাসীকে ক্ষুব্ধ করে তুলেছে। মেলার পশ্চিম প্রান্তে খোলা জমিতে তাঁবু টানিয়ে শতাধিক স্টলে গাঁজা, হেরোইন ও ইয়াবাসহ প্রাণঘাতী মাদকদ্রব্য বিক্রি ও সেবনের অভিযোগ উঠেছে।

স্থানীয়রা আরও জানান, মাদকের সহজলভ্যতার কারণে দেশের বিভিন্ন প্রান্ত থেকে মাদকসেবীরা এসে জমায়েত হচ্ছেন। উঠতি বয়সী তরুণ-তরুণী, শিক্ষার্থী, এমনকি বৃদ্ধরাও মাদক সেবনে লিপ্ত। প্রশাসনের কাছে একাধিকবার অভিযোগ জানানো হলেও কার্যকর পদক্ষেপ না নেওয়ায় স্থানীয়দের ক্ষোভ চরমে পৌঁছেছে।

একজন স্থানীয় বাসিন্দা অভিযোগ করেন, জনপ্রতিনিধি ও নেতাদের ম্যানেজ করেই মাদক ব্যবসা চলছে। তবে এ বিষয়ে কালিয়াকৈর উপজেলা নির্বাহী কর্মকর্তা কাউছার আহাম্মেদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।

ঢালজোড়া ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. এনায়েত হোসেন জানান, মাদক ব্যবসার বিষয়ে ইউএনওকে অবহিত করা হয়েছে। বিক্ষোভের পর আলটিমেটামের মধ্যে মাদক আখড়া উচ্ছেদ করা হবে বলে তিনি জানান। তবে মাদক বাণিজ্যে তার বা পরিষদের সদস্যদের জড়িত থাকার অভিযোগ তিনি অস্বীকার করেন।

কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রিয়াদ মাহমুদ বলেন, মেলার মাদক আখড়া উচ্ছেদ করা হয়েছে। তবে মাদকবিরোধী মিছিলের খবর তিনি অস্বীকার করেন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ




কালিয়াকৈরে সড়ক দুর্ঘটনায় পুলিশ সদস্য নিহত
১ এপ্রিল ২০২৫ সন্ধ্যা ০৬:৩২:৩৫