• ঢাকা
  • |
  • শুক্রবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ রাত ১২:১৩:৩৭ (22-Nov-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • শুক্রবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ রাত ১২:১৩:৩৭ (22-Nov-2024)
  • - ৩৩° সে:

গণমাধ্যম

অধিকার আদায়ে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান কেইউজের নেতৃবৃন্দ

২ মে ২০২৪ রাত ০৮:২৬:৪৫

অধিকার আদায়ে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান কেইউজের নেতৃবৃন্দ

খুলনা ব্যুরো: মহান মে দিবসের আলোচনা সভায় খুলনা সাংবাদিক ইউনিয়নের নেতারা পেশাজীবী সাংবাদিকদের অধিকার আদায়ে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন।

তারা বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা সকল সাংবাদিকদের পেশাগত মর্যাদা বৃদ্ধি, আর্থিক নিরাপত্তা বিধানে কাজ করেছেন। তিনি দলমত বিবেচনা না করে সাংবাদিক কল্যাণ তহবিল গঠন করেছেন। কিন্তু অনেক প্রতিষ্ঠান সাংবাদিকদের বেতন-ভাতাসহ নানাভাবে অধিকার বঞ্চিত করছেন। তাই আত্মমর্যাদা নিয়ে টিকে থাকতে মহান মে দিবসের অনুপ্রেরণায় ঐক্যবদ্ধ হতে হবে।

১ মে বুধবার মহান দিবস উপলক্ষে ইউনিয়নের এডহক কমিটির উদ্যোগে আলোচনায় বক্তারা এসব কথা বলেন। নগরীর বিএমএ মিলনায়তনে এ সভার আয়োজন করা হয়।

এতে সভাপতিত্ব করেন খুলনা সাংবাদিক ইউনিয়নের  (কেইউজে) আহবায়ক কমিটির আহবায়ক এস এম জাহিদ হোসেন।

সংগঠনের সাবেক সাধারণ সম্পাদক মো. সাঈয়েদুজ্জামান সম্রাটের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন আহবায়ক কমিটির সদস্য ও এটিএন বাংলার খুলনা বিভাগীয় প্রধান এস এম হাবিব, মোজাম্মেল হক হাওলাদার, এনামুল হক নবাব, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের যুগ্ম-মহাসচিব মো. হেদায়েৎ হোসেন মোল্যা, কার্যনির্বাহী কমিটির সদস্য কৌশিক দে বাপী, মাছরাঙা টেলিভিশনের বিশেষ প্রতিনিধি আবু হেনা মোস্তফা জামাল পপলু, নিউজ ২৪ ও বাংলাদেশ প্রতিদিনের খুলনা ব্যুরো প্রধান মো. সামছুজ্জামান শাহীন, এশিয়ান টিভির খুলনা বিভাগীয় প্রধান বাবুল আকতার, ডিবিসি টিভির খুলনা ব্যুরো প্রধান মো. আমিরুল ইসলাম, ইনডিপেনডেন্ট টেলিভিশনের স্টাফ রিপোর্টার অভিজিৎ পাল, দৈনিক আজকের পত্রিকার স্টাফ রিপোর্টার কাজী শামীম আহমেদ, সময় টিভির খুলনা অফিস ইনচার্জ নেয়ামুল হোসেন কচি, আরটিভির খুলনা প্রতিনিধি এস এম মনিরুজ্জামান দৈনিক অর্ণিবানের চিফ রিপোর্টার উত্তম কুমার সরকার, এটিএন বাংলার ক্যামেরাপার্সন মো. আবু সাঈদ ও দৈনিক দেশ সংযোগ পত্রিকার স্টাফ রিপোর্টার মিজানুর রহমান।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন, আবু নুরাইন খোন্দকার, রাশিদুল ইসলাম বাবলু, শফিকুল ইসলাম পলাশ, দেবব্রত রায়, শেখ জাহিদুল ইসলাম, এস এম জাহিদুল ইসলাম সাগর, হাসান আল মামুন, মো. শাহজালাল মোল্লা মিলন, শেখ মো. রাসেল,আমিনুর রহমান নিউটন, মেহেদী হাসান পলাশ, সাগর সরকার, তুফান গাইন প্রমুখ।

সভায় বক্তারা খুলনা সাংবাদিক ইউনিয়ন নিয়ে অপব্যাখ্যা ও প্রচারে সাধারণ সদস্যদের বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানান। সংগঠনের গঠনতন্ত্র ও শ্রম আইন মেনে এডহক কমিটি কার্যক্রম পরিচালনা করছে বলেও জানান তারা।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ







ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৯ জনের মৃত্যু
২১ নভেম্বর ২০২৪ রাত ০৮:০৫:৩৩