কালীগঞ্জ (ঝিনাইদহ) প্রতিনিধি: ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার পিরোজপুর নামক স্থানে ইমরান হোসেন (৩০) নামে এক যুবক নিহত হয়েছেন।
২২ নভেম্বর শুক্রবার বিকেল সাড়ে ৪টার দিকে যশোর-ঝিনাইদহ সড়কের পিরোজপুর বটতলা নামক স্থানে এ ঘটনা ঘটে। নিহত ইমরান হোসেন বরিশালের বাকেরগঞ্জ এলাকার সুলতান আলির ছেলে। তিনি অপসোনিন কোম্পানিতে কর্মরত ছিলেন।
স্থানীয়রা জানায়, বিকেলে কালীগঞ্জ শহর থেকে মোটরসাইকেলে উপজেলার বারবাজার এলাকায় পেশাগত কারণে যাচ্ছিলেন। পথিমধ্যে পিরোজপুর নামক স্থানে পৌঁছালে ওভারটেক করতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকের নিচে পড়ে যান। এ সময় ট্রাকের চাকায় পিষ্ট হন তিনি। পরে স্থানীয়রা তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক আজগর আলী জানান, গুরুতর আহত অবস্থায় ইমরান হোসেনকে হাসপাতালে আনা হয়। এরপর সন্ধ্যা ৬টার দিকে সে মারা যায়।
বারবাজার হাইওয়ে থানার ওসি মহসিন হোসেন সড়ক দুর্ঘটনায় মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, ট্রাকের চালক গাড়ি রেখে পালিয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2025, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available