নীলফামারী প্রতিনিধি: নীলফামারীর সৈয়দপুর ১০০ শয্যা বিশিষ্ট হাসপাতাল চত্বর থেকে শিক্ষকের ১টি মোটরসাইকেল চুরি গেছে। ৩ ফেব্রুয়ারি শনিবার দুপুরে মোটরসাইকেলটি চুরি যায়। এ ঘটনায় ওই শিক্ষক গৌরাঙ্গ দেবনাথ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
জানা যায়, সৈয়দপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের স্কুল শাখার বাংলা ভার্সনের ইংরেজি বিষয়ের সিনিয়র শিক্ষক গৌরাঙ্গ দেবনাথ। ঘটনার দিন শনিবার তার ছেলেকে নিয়ে চিকিৎসক দেখানোর উদ্দেশ্যে সৈয়দপুর ১০০ শয্যা বিশিষ্ট হাসপাতালে যান তিনি। এরপর তার ব্যবহৃত ১২৫ সিসির ব্লু-কালো রঙয়ের বাজাজ ডিসকভার মোটরসাইকেলটি (রেজিঃ নম্বর: নীলফামারী-হ-৭৪৫১) বেলা পৌনে একটার দিকে হাসপাতালের নিচতলার প্রধান ফটকের পশ্চিম পাশে দেয়ালের কাছে হ্যান্ডেল তালাবদ্ধ করে ভেতরে প্রবেশ করেন তিনি।
পরবর্তীতে তিনি ছেলেকে চিকিৎসককে দেখিয়ে বেলা আনুমানিক দেড়টার দিকে হাসপাতালের ভেতর থেকে বের হয়ে এসে দেখেন মোটরসাইকেলটি আর নেই। বেলা আনুমানিক পৌনে একটা থেকে দেড়টার মধ্যে অজ্ঞাত কে বা কারা মোটরসাইকেলটির হ্যান্ডেলের তালা ভেঙ্গে চুরি করে নিয়ে যায়।
এ বিষয়ে সৈয়দপুর থানার ডিউটি অফিসার উপ-পরিদর্শক (এসআই) মো. আবু তালেব জানান, এ নিয়ে কোনো লিখিত অভিযোগ পাননি। অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available