ফটিকছড়ি (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার ভুজপুর থানার অন্তর্গত কাজীরহাট, নারায়নহাট, শান্তিরহাট ও হেয়াকোয় বাজার মনিটরিং ও মোবাইল কোর্ট পরিচালনা করে ২১ ব্যবসায়ীকে জরিমানা করা হয়েছে।
২২ অক্টোবর মঙ্গলবার বিকালে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মোজাম্মেল হক চৌধুরি মোবাইল কোর্টের এ অভিযান পরিচালনা করেন। অভিযানে ব্যবসায়ী আলমগীরকে ২৫ হাজার টাকা, নাজমুল হাসানকে ১০ হাজার টাকা, জেবল হোসেন ও মনু মিয়াকে ৫০০০ টাকাসহ মোট ২১ ব্যবসায়ীকে ৮২ হাজার টাকা জরিমানা করা হয়।
এসময় সরকার নির্ধারিত মূল্যে ডিমসহ অন্যান্য অত্যাবশকীয় পণ্য বিক্রয়ের জন্য অনুরোধ করা ছাড়াও ব্যবসায়ীদের উচ্চ মূল্যে পণ্য বিক্রয়ে সতর্ক করা হয়। মোবাইল কোর্টে সার্বিক সহযোগিতা করেন ভুজপুর থানা পুলিশ, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীবৃন্দ।
ফটিকছড়ি উপজেলায় নিয়মিত এ অভিযান পরিচালিত হবে বলে জানান উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোজাম্মেল হক চৌধুরি।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available