• ঢাকা
  • |
  • শুক্রবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ রাত ০১:৪১:০২ (22-Nov-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • শুক্রবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ রাত ০১:৪১:০২ (22-Nov-2024)
  • - ৩৩° সে:

সারাবাংলা

মতলব উত্তরে মোবাইল গেম আসক্তিতে ধ্বংস হচ্ছে কিশোর-তরুণরা

৮ সেপ্টেম্বর ২০২৩ সকাল ১০:৩২:৫৩

মতলব উত্তরে মোবাইল গেম আসক্তিতে ধ্বংস হচ্ছে কিশোর-তরুণরা

মতলব উত্তর (চাঁদপুর) প্রতিনিধি: চাঁদপুরের মতলব উত্তর উপজেলার গ্রাম-গঞ্জের বিভিন্ন বাজারে এবং পাড়া মহল্লায়, দীর্ঘদিন থেকে এন্ড্রয়েড মোবাইল ফোনের মাধ্যমে উঠতি বয়সী তরুণ ও স্কুল-কলেজের ছাত্ররা টাকার বিনিময়ে লুডু খেলছেন। খেলাটি বর্তমানে সকল শ্রেণীর কিশোর-যুবকদের নেশা এবং পেশা হয়ে দাঁড়িয়েছে।

সম্প্রতি লুডু নামের একটি অ্যাপস খুব অল্প সময়ে বেশি পরিচিতি লাভ করেছে। এ লুডু কাগজের তৈরি লুডুর মত সহজেই খেলা যায়, বলে শিক্ষার্থীরা লুডু অ্যাপসটি মোবাইলে ইনস্টল করে খেলতে পারে। মোবাইল লুডু জুয়া মতলব উত্তর উপজেলা সদর, ছেংগারচর পৌরসভা ছাড়াও অন্যসব ইউনিয়নগুলোতে ভয়াবহ রূপ ধারণ করেছে। বিষয়টি এমন পর্যায়ের দিকে যাচ্ছে যা ভবিষ্যতে নিয়ন্ত্রণ করা অসম্ভব হতে পারে।

দুই তিন জনকে এক মোবাইল দেখলেই খেয়াল করে দেখা যাবে যে, তারা টাকার বিনিময়ে মোবাইল লুডু খেলছে। গেম প্রতি ২০ টাকা থেকে শুরু করে জন প্রতি হাজার টাকা বাজিতেও খেলছে।

অ্যাপটি ব্যবহার করে শুধু শহর বা বাজার নয়, গ্রামের রাস্তার মোড়, পুকুর পাড়, চায়ের দোকানসহ বিভিন্ন স্থানে চলছে এই লুডু জুয়ার আসর। এই খেলার আসরে আকৃষ্ট হয়ে কিশোর, তরুণরা একদিকে হাজার হাজার টাকা হারছে বাজি ধরে; অন্যদিকে দৈনন্দিন পড়াশুনা, কাজকর্ম বাদ দিয়ে ঘণ্টার পর ঘণ্টা সময় নষ্ট করছে।  স্কুল, কলেজ পড়ুয়ারাও লুডু নামক জুয়ার আসরে বেসে একদিকে অর্থ অপচয় করছে, অন্যদিকে পড়াশোনা বাদ দিয়ে নষ্ট করছে তাদের ভবিষ্যৎ। এভাবে চলতে থাকলে যুব সমাজ ধ্বংসের দ্বার প্রান্তে পৌঁছাবে বলে মনে করছেন সচেতন নাগরিকরা।

সানসাইন একাডেমির সিনিয়র শিক্ষক মো. জনি সরকার বলেন, মোবাইল জুয়া বন্ধে জনসচেতনা বাড়াতে হবে। যার যার জায়গা থেকে সকল প্রকার জুয়ার বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে। পাশাপাশি সকল ধরনের জুয়া বন্ধে প্রশাসনের সহযোগিতাও একান্ত জরুরি।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ







ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৯ জনের মৃত্যু
২১ নভেম্বর ২০২৪ রাত ০৮:০৫:৩৩