বদলগাছী (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁ জেলার বদলগাছী থানা থেকে হারিয়ে যাওয়া ১টি মোবাইল ফোন উদ্ধার করে প্রকৃত মালিকের কাছে বুঝিয়ে দিয়েছেন থানা পুলিশ। প্রায় আড়াই মাস আগে জিহাদ নামের এক ব্যক্তি তার ব্যবহৃত মোবাইল ফোনটি হারিয়ে ফেলেছিলেন।
১৬ ফেব্রুয়ারি শুক্রবার দুপুরে বদলগাছী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসির কার্যালয়ে মোবাইলটি হস্তান্তর করা হয়। পুলিশের অভিযানে উদ্ধার হওয়া ফোনটি জিহাদের হাতে হস্তান্তর করেন বদলগাছী থানার ওসি মাহবুবুর রহমান।
এ সময় ওসি মাহবুবুর রহমান বলেন, নওগাঁ জেলার মধ্যে ইতিহাস আর ঐতিহ্য খ্যাত অন্যতম উপজেলা হলো বদলগাছী। এ উপজেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি যথেষ্ঠ ভালো। প্রান্তিক মানুষের হারানো মোবাইলগুলো উদ্ধারের যে কাজটি আমরা করছি এটি আমরা খুব আবেগ দিয়ে, খুব মন দিয়ে করছি। যাতে করে আইন শৃঙ্খলা পরিস্থিতি আরও ভালো থাকে।
মানুষের কল্যাণে এমন উদ্ধার তৎপরতা অব্যাহত রাখবেন উল্লেখ করে তিনি আরও বলেন, আমরা মানুষের কল্যাণে এমন কাজ সবসময় করে যাব। কারণ হচ্ছে মোবাইল হারিয়ে যাওয়ার পরে মানুষ অনেক কষ্ট পায়। সেই কষ্টটা আমরা মোবাইল উদ্ধার করার মাধ্যমে আমরা দূর করতে চাই। মোবাইল যখন প্রকৃত মালিকের হাতে তুলে দেওয়া হয় তখন তার মুখের হাসি আমাদের সত্যিকার অর্থে আরও কাজ করতে অনুপ্রাণিত করে।
হারানো মোবাইল ফেরত পেয়ে জিহাদ বলেন, এটি আমার খুব পছন্দের ফোন। অনেক দিন আগে বাড়ি থেকে বাজারে আসার পথে আমার ব্যবহৃত রিয়েলমি ফোনটি হারিয়ে যায়। ফোনটির জন্য আমি খুব মর্মাহত হয়েছিলাম। অবশেষে থানা পুলিশ আমার ফোনটি উদ্ধার করে দিল। ফোনটি পেয়ে আমি অনেক অনেক খুশি। এ জন্য পুলিশকে আমি ধন্যবাদ জানাই।
পুলিশের কাছ থেকে উদ্ধার হওয়া মোবাইল ফেরত পাওয়া ব্যক্তির নাম জিহাদ। তিনি নওগাঁ জেলার বদলগাছী উপজেলার বিলাশবাড়ী ইউনিয়নের দুধকুড়ি গ্রামের অধিবাসী বলে জানায় পুলিশ।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available