• ঢাকা
  • |
  • শনিবার ৯ই অগ্রহায়ণ ১৪৩১ বিকাল ০৪:১৮:২২ (23-Nov-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • শনিবার ৯ই অগ্রহায়ণ ১৪৩১ বিকাল ০৪:১৮:২২ (23-Nov-2024)
  • - ৩৩° সে:

প্রিয় ঢাকা

কৃষি মার্কেটে আগুনের ঘটনায় ৫ সদস্যের তদন্ত কমিটি গঠন

১৫ সেপ্টেম্বর ২০২৩ সকাল ১০:৪৭:২১

কৃষি মার্কেটে আগুনের ঘটনায় ৫ সদস্যের তদন্ত কমিটি গঠন

নিজস্ব প্রতিবেদক: রাজধানী ঢাকার মোহাম্মদপুর কৃষি মার্কেটের আগুনের ঘটনার তদন্তে পাঁচ সদস্যদের তদন্ত কমিটি গঠন করেছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স।  ১৪ সেপ্টেম্বর বৃহস্পতিবার এই তদন্ত কমিটি গঠন করা হয়।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের পরিচালক (অপারেশন ও মেইনটেন্যান্স) লে. কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরীর নেতৃত্বে গঠিত এই কমিটিকে ১৫ কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সদর দফতরের (মিডিয়া সেল) গুদাম পরিদর্শক আনোয়ারুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন। কমিটির অন্য সদস্যদের নাম তাৎক্ষণিকভাবে জানা যায়নি।


উল্লেখ্য, ১৩ সেপ্টেম্বর বুধবার দিবাগত রাত ৩টা ৪৩ মিনিটের দিকে মার্কেটে আগুনের সূত্রপাত হয়। আগুন পুরোপুরি নেভাতে কাজ করে ফায়ার সার্ভিসের ১৭টি ইউনিট। বৃহস্পতিবার সকাল ৯টা ২৫ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। ওয়াসা, বিমান বাহিনী, সেনাবাহিনী, নৌবাহিনী, বিজিবি ও পুলিশ ফায়ার সার্ভিসকে আগুন নিয়ন্ত্রণে সহায়তা করে।

মার্কেটটিতে পাঁচ শ’দোকান রয়েছে বলে জানান ওই এলাকার ব্যবসায়ীরা।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ





শীতে চুল ও দাড়ির যত্ন নিবেন যেভাবে
২৩ নভেম্বর ২০২৪ দুপুর ০২:১০:১৮