নওগাঁ প্রতিনিধি: নওগাঁয় তরুণ কবি রাধিকা চক্রবর্তীর ‘বাংলাদেশের আলো-ছায়া’ কাব্যগ্রন্থের মোড়ক উন্মোচন করা হয়েছে। ১১ ফেব্রুয়ারি রোববার বিকাল ৩টায় জেলা প্রেস ক্লাব মিলনায়তনে এই কাব্যগ্রন্থের মোড়ক উন্মোচন করা হয়। এটি কবির প্রথম কাব্যগ্রন্থ।
নওগাঁ জেলা প্রেস ক্লাবের সভাপতি মো. কায়েস উদ্দিন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কাব্যগ্রন্থের মোড়ক উন্মোচন করেন।
এসময় কবি রাধিকা চক্রবর্তীসহ নওগাঁ জেলা প্রেস ক্লাবের সাবেক সভাপতি মো. নবির উদ্দিন, সাবেক সভাপতি এমদাদুল হক সুমন, সাবেক সাধারণ সম্পাদক ফরিদুল করিম তরফদার, জেলা টেলিভিশন জার্নালিষ্ট অ্যাসোসিয়েশনের সভাপতি এ এস এম রায়হান আলম, প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মীর মোশারফ হোসেন জুয়েল, অর্থ সম্পাদক হারুন অর রশিদ চৌধুরী রানা, একুশে টেলিভিশনের জেলা প্রতিনিধি এম আর ইসলাম রতনসহ প্রেস ক্লাবের বিভিন্ন পর্যায়ের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
মোট ৩৭টি কবিতা নিয়ে এই কাব্যগ্রন্থটি প্রকাশনায় ছিল ‘নাগরী’। বাংলাদেশের প্রকৃতি, জীবনযাত্রা, রাজনীতি, বঙ্গবন্ধু শেখ মুজবুর রহমান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র জীবনী ও কার্যক্রম বিষয়গুলো তার কবিতায় স্থান পেয়েছে। কবি এই গ্রন্থ তার বড়ো ভাই গৌতম চক্রবর্তী ও স্বামী অজয় মজুমদারের প্রতি উৎসর্গ করেছেন।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available