হাবিপ্রবি প্রতিনিধি: দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ম্যারাথন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে স্কিল ডেভেলপমেন্ট ক্লাব অব এইচ.এস.টি.ইউ’র উদ্যোগে ১৮ মে শনিবার সকালে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে থেকে এই প্রতিযোগিতা শুরু হয়। এতে বিভিন্ন বর্ষের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।
সরজমিনে গিয়ে দেখা যায়, জৈষ্ঠের প্রচণ্ড দাবদাহে ভোরের আলো ফুটে উঠার সাথে সাথেই শুরু হয় ম্যারাথন। ক্যাম্পাসের প্রশাসনিক ভবনের সামনে থেকে দৌড় শুরু করেন প্রতিযোগিরা। পরে ক্যাম্পাস ঘুরে আবারো প্রশাসনিক ভবনের সামনে এসেই ৩ কিলোমিটার দৌড় শেষ করেন অংশ গ্রহণকারীরা। সুস্থ, দেহ সবল মনের জন্যে দৌড়ের কোনো বিকল্প নেই বলে জানান তারা।
দৌড় প্রতিযোগিতায় অংশ নেয়া প্রতিযোগী সুর্বন বলেন, তিন কিলোমিটার প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছি বেশ ভাল লেগেছে। এমন আয়োজন আরো বেশি বেশি হওয়া প্রয়োজন বলে মনে করি। সুস্থ এবং সবল রাখার জন্য দৌড়ের কোনো বিকল্প নেই। তাই আসুন আমরা সবাই প্রতিদিন দৌড়াই।
অনুষ্ঠানের আয়োজক স্কিল ডেভেলপমেন্ট ক্লাব অব এইচ.এস.টি.ইউ ক্লাবের সভাপতি সাইফুল ইসলাম বলেন কথিত আছে ‘স্বাস্থ্যই সকল সুখের মূল’ কিন্তু বৈশ্বিক জলবায়ু পরিবর্তনের কারণে তাপমাত্রা বাড়ার হারের সাথে সমানুপাতিক হারে বাড়ছে আমাদের অস্বাস্থকর জীবনযাপন। স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে স্কিল ডেভেলপমেন্ট ক্লাব অব এইচ.এস.টি.ইউ ১৫ দিনব্যাপী ‘নিট্রিশন এওয়ারনেস কেম্পেইন অ্যান্ড হ্যাক কোয়েস্ট ২.০’ এর আয়োজন করেছে। এই পুরো ইভেন্টে মিনি ম্যারাথন, স্কুল কেম্পেইন, ইয়োগা সেশন, পোস্টার প্রেজেন্টেশনসহ আরো বেশ কিছু সেগমেন্ট রয়েছে। আমাদের কাম্পেইনের সাথে ক্যাম্পাসে পড়ুয়া অনেক বিদেশি শিক্ষার্থীরাও যোগ দিয়েছেন। বিশ্ববিদ্যালয় প্রশাসন সার্বিকভাবে আমাদের সহায়তা করেছেন এজন্য বিশ্ববিদ্যালয় প্রশাসনকে ধন্যবাদ।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available