• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ রাত ০৯:০৯:০১ (21-Nov-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ রাত ০৯:০৯:০১ (21-Nov-2024)
  • - ৩৩° সে:

ক্যাম্পাস

হাবিপ্রবিতে ম্যারাথন প্রতিযোগিতা অনুষ্ঠিত

১৯ মে ২০২৪ বিকাল ০৩:৩৯:১২

হাবিপ্রবিতে ম্যারাথন প্রতিযোগিতা অনুষ্ঠিত

হাবিপ্রবি প্রতিনিধি: দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ম্যারাথন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। এতে প্রতিষ্ঠানটির বিভিন্ন বিভাগ থেকে বিভিন্ন বর্ষের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেছেন।

১৯ মে শনিবার সকালে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে থেকে এ প্রতিযোগিতা শুরু হয়। এ ম্যারাথন প্রতিযোগিতার আয়োজন করে স্কিল ডেভেলপমেন্ট ক্লাব অব এইচ.এস.টি.ইউ। এ আয়োজন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সার্বিক সহায়তা প্রদান করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন ।

সরেজমিনে গিয়ে দেখা যায়, জৈষ্ঠ্যের প্রচণ্ড দাবদাহে ভোরের আলো ফুটে উঠার সাথে সাথেই শুরু হয় ম্যারাথন। ক্যাম্পাসের প্রশাসনিক ভবনের সামনে থেকে দৌড় শুরু করেন প্রতিযোগীরা। পরে ক্যাম্পাস ঘুরে আবারো প্রশাসনিক ভবনের সামনে এসেই ৩ কিলোমিটার দৌড় শেষ করেন অংশগ্রহণকারীরা।

প্রতিযোগী সুর্বন জানান, তিন কিলোমিটার দূরত্বের দোৗড়ে অংশগ্রহণ করেছি, বেশ ভাল লেগেছে। এমন আয়োজন আরও বেশি বেশি হওয়া প্রয়োজন বলে মনে করি। সুস্থ এবং সবল রাখার জন্য দৌড়ের কোনো বিকল্প নেই। তাই আসুন আমরা সবাই প্রতিদিন দৌড়াই ।

অনুষ্ঠানের আয়োজক স্কিল ডেভেলপমেন্ট ক্লাব অব এইচ.এস.টি.ইউ ক্লাবের সভাপতি সাইফুল ইসলাম বলেন, কথিত আছে "স্বাস্থ্যই সকল সুখের মূল" কিন্তু বৈশ্বিক জলবায়ু পরিবর্তনের কারণে তাপমাত্রা বাড়ার হারের সাথে সমানুপাতিক হারে বাড়ছে আমাদের অস্বাস্থ্যকর জীবন-যাপন।

তিনি আরও বলেন, ১৫ দিনব্যাপী নিউট্রিশন অ্যাওয়ারনেস ক্যাম্পেইন আয়োজন করেছে। এই পুরো  ইভেন্টে  মিনি ম্যারাথন, স্কুল ক্যাম্পেইন, ইয়োগা সেশন, পোস্টার প্রেজেন্টেশনসহ আরও বেশ কিছু সেগমেন্ট রয়েছে। আমাদের ক্যাম্পেইনের সাথে ক্যাম্পাসে পড়ুয়া অনেক বিদেশি শিক্ষার্থীরাও যোগ দিয়েছেন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ





ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৯ জনের মৃত্যু
২১ নভেম্বর ২০২৪ রাত ০৮:০৫:৩৩