• ঢাকা
  • |
  • শুক্রবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ রাত ১২:২৪:১৮ (22-Nov-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • শুক্রবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ রাত ১২:২৪:১৮ (22-Nov-2024)
  • - ৩৩° সে:

ক্যাম্পাস

যবিপ্রবিতে ‘একাডেমিয়া-ডেভেলপমেন্ট কোলাবরেশন পার্টনার’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত

১৩ মে ২০২৪ সন্ধ্যা ০৬:৩০:১১

যবিপ্রবিতে ‘একাডেমিয়া-ডেভেলপমেন্ট কোলাবরেশন পার্টনার’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত

যবিপ্রবি প্রতিনিধি: যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) এগ্রো প্রোডাক্ট প্রসেসিং টেকনলোজি (এপিপিটি) বিভাগের উদ্যোগে যুক্তরাষ্ট্রভিত্তিক আন্তর্জাতিক সংস্থা এসিডিআই/ ভোকার সহযোগিতায়  ‘একাডেমিয়া-ডেভেলপমেন্ট কোলাবরেশন পার্টনার’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

১৩ মে সকাল ১০টায় যবিপ্রবির বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান একাডেমিক ভবনের ডিজিটাল ক্লাস রুমে ইন্টার্ন করা শিক্ষার্থীদের নিয়ে সাটিফিকেট বিতরণ ও এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

মার্কিন দাতা সংস্থা ইউএসএইডের অর্থায়নে এসিডিআই/ ভোকা পরিচালিত ‘ফিড দ্য ফিউচার - বাংলাদেশ লাইভস্টক অ্যান্ড নিউট্রিশন এক্টিভিটি’ প্রকল্পের আওতায় যবিপ্রবির এপিপিটি বিভাগের ২৭ জন শিক্ষার্থীর ১০ দিনের ইন্টার্নশিপ শেষে তাদের সাটিফিকেট বিতরণ ও ‘একাডেমিয়া-ডেভেলপমেন্ট কোলাবরেশন পার্টনার’প্রোগ্রামটি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের শুরুতে এসিডিআই/ ভোকার অতিথিদের ফুল দিয়ে বরন করে নেয় এপিপিটি বিভাগের শিক্ষার্থীরা।

অনুষ্ঠানে এসিডিআই/ ভোকার লক্ষ্য উদ্দেশ্য ও কার্যক্রমের নানা দিক তুলে ধরে প্রেজেন্টেশন প্রদশর্ন করেন ডেপুটি চিফ অফ পার্টি এন্ড নিউট্রেশন টিম লিড মোহাম্মদ কামরুজ্জামান।

অনুষ্ঠানের স্বাগত বক্তব্যে এপিপিটি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড.মৃত্যুঞ্জয় বিশ্বাস বলেন, ইন্টার্নশিপ প্রোগ্রামটি শিক্ষার্থীদের জন্য অনেক উপকারী ছিল। এরকম আয়োজনের জন্য  এসিডিআই/ভোকাকে ধন্যবাদ জানিয়ে  তিনি পরবর্তীতেও এরকম সুন্দর সুন্দর প্রোগ্রাম বাস্তবায়ন করার আশাবাদ ব্যক্ত করেন।

এসিডিআই/ভোকার সিইও সিলভিয়া মেগ্রেট বলেন, ইন্টার্নশিপ প্রোগ্রামগুলো আমাদের জীবনের জন্য অনেক প্রয়োজনীয় । আমি আমার ব্যক্তিগত জীবনে অনেক ইন্টার্নশিপ প্রোগ্রাম উপভোগ করেছি । আশা করি, যারা তোমরা আমাদের ইন্টার্নশিপ প্রোগ্রাম শেষ করেছো, তারা সামনে আরও পরিশ্রম করে ভবিষ্যতে ভালো কিছু করবে।

প্রকল্পের চিফ অব পার্টি মোহাম্মদ নুরুল আমিন সিদ্দিকী বলেন, আমরা বিভিন্ন জায়গায় ব্যবসায়ী কৃষক এবং শিক্ষার্থীদের সাথে সমন্বয়ের মাধ্যমে উন্নয়ন মূলক কাজ করে যাচ্ছি। আমরা চাই আমাদের কাজের পরিধি আরও বড় হোক।  আমাদের প্রশিক্ষণ প্রোগ্রাম ও ইন্টার্নশিপ প্রোগ্রামের মাধ্যমে আমাদের শিক্ষার্থীরা গড়ে উঠবে এবং তারা যা শিখবে তা বাস্তব ক্ষেত্রে প্রয়োগ করার মাধ্যমে নিজেদেরকে সমৃদ্ধ করবে।

ইন্টার্নশিপের সময়ের অভিজ্ঞতা ও অনুভুতি জানিয়ে শিক্ষার্থীরা বলেন, এই ধরনের কর্মশালা আমাদের শিক্ষা জীবনের পাশাপাশি কর্মজীবনে অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এই ধরনের কর্মশালা আয়োজনের জন্য এসিডিআই/ ভোকা ও চেয়ারম্যান স্যারকে ধন্যবাদ।

আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন, ক্লাইমেট অ্যান্ড ডিজাস্টার ম্যানেজমেন্ট বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড.মো: মাহফুজুর রহমান, পেট্রোলিয়াম অ্যান্ড মাইনিং ইঞ্জিনিয়ারিং বিভাগের চেয়ারম্যান ড. মো. আমিনুল ইসলাম, নিউট্রেশন অ্যান্ড ফুড টেকনোলজি বিভাগের সহযোগী অধ্যাপক ড.আশরাফুজ্জামান জাহিদ, এপিপিটি বিভাগের সহকারী অধ্যাপক মো. সুমন রানা, সহকারী অধ্যাপক বি এম খালেদ, প্রভাষক মোছা. সারমিন আক্তার, এসিডিআই/ভোকার সিনিয়র ডিরেক্টর রেসিলিয়েন্স অ্যান্ড গ্রোথ কার্ল রোজেনবার্গ, চিফ অফ পার্টি ড.বিদ্যুৎ কুমার মাহালদার ,জেন্ডার ইয়ুথ অ্যান্ড সোশ্যাল ইনক্লোসিয়ন লিড সাজেদা ইয়াসমিন প্রমুখ।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ







ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৯ জনের মৃত্যু
২১ নভেম্বর ২০২৪ রাত ০৮:০৫:৩৩