স্টাফ রিপোর্টার, ফরিদপুর: ফরিদপুরে বাস ছিনতাই ও সহকারী সাদ্দাম শেখ (২১)-কে হত্যা মামলায় ৫ জনের যাবজ্জীবন কারাদণ্ড ও ১০ হাজার টাকা অর্থদণ্ডের আদেশ দিয়েছে আদালত।
১৮ সেপ্টেম্বর বুধবার দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ ২য় আদালতের বিচারক শিহাবুল ইসলাম এই রায় দেন।
যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামীরা হলো, মো. জানি মোল্যা, মো. মেহেদী আবু কাওসার, সাজ্জাদ হোসেন মাতুব্বর, রাজেস রনি দাস ও মো. রবিন মোল্যা। এছাড়া অপর এক আসামী আলমগীর হোসেনকে ৫ বছরের সশ্রম কারাদণ্ড ও ৫ হাজার টাকা জরিমানা করে আদালত। রায়ের সময় আসামীরা আলাদতে উপস্থিত ছিল।
মামলার এজাহার সূত্রে জানা যায়, ২০১৯ সালের ২৪ অক্টোবর গভীর রাতে ফরিদপুর বাসস্ট্যান্ড থেকে নিউ নুপুর পরিবহনের বাসটির ছিনতাই হয়। সে সময় বাসের সহকারী (হেলপার) সাদ্দাম শেখ বাসটি পাহারায় ভিতরে ঘুমিয়ে ছিল। ওইদিন সকালে জেলার ভাঙ্গা উপজেলার ভাঙ্গা চৌরাস্তার পাশ থেকে হাত-পা বাধা অবস্থায় হেলপার সাদ্দামের মরদেহসহ পরিত্যক্ত অবস্থায় বাসটি উদ্ধার করে পুলিশ।
পরে বাসের মালিক জয়নাল আবেদীন বাদী হয়ে হত্যা ও বাস ছিনতাইয়ের অভিযোগে কোতয়ালী থানায় মামলা দায়ের করে।
তদন্ত শেষে ২০২০ সালের ২৩ নভেম্বর কোতোয়ালি থানার এস.আই অখিল কুমার আসামিদের বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করে।
সাজার বিষয়টি নিশ্চিত করে অতিরিক্ত জেলা ও দায়রা জজ ২য় আদালতের সহকারী পাবলিক প্রসিকিউটর সানোয়ার হোসেন জানান, দীর্ঘ সাক্ষ্য প্রমাণ শেষে আদালত পেনাল কোডের ১৮৬০ এর ৩৯৬ ধারায় এই রায় দেয়।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available