• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ২০শে চৈত্র ১৪৩১ সকাল ০৮:৫০:৩৭ (03-Apr-2025)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ২০শে চৈত্র ১৪৩১ সকাল ০৮:৫০:৩৭ (03-Apr-2025)
  • - ৩৩° সে:

জেলার খবর

চাঁপাইনবাবগঞ্জে অস্ত্র মামলায় ২ যুবকের যাবজ্জীবন

২৮ জানুয়ারী ২০২৫ সকাল ১০:৩৮:৪৫

চাঁপাইনবাবগঞ্জে অস্ত্র মামলায় ২ যুবকের যাবজ্জীবন

হানিফ মেহমুদ, চাঁপাইনবাবগঞ্জ: চাঁপাইনবাবগঞ্জে অস্ত্র মামলায় মামুন ও দুলু মিয়া নামের দুজনকে ১৫ বছরের কারাদণ্ডের দিয়েছেন বিশেষ ট্রাইব্যুনাল আদালত। ২৭ জানুয়ারি সোমবার বিকেলে চাঁপাইনবাবগঞ্জের দায়রা জজ ও বিশেষ ট্রাইব্যুনাল-১ এর বিচারক মো. মিজানুর রহমান আসামির উপস্থিতিতে এই রায় ঘোষণা করেন।

দণ্ডিতরা হলেন, চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার নওরশিয়া-পলাশবনা গ্রামের ফয়মুদ্দিনের ছেলে মামুন (৩০) ও একই এলাকার ইদ্রিস আলীর ছেলে দুলু মিয়া (৩৫)।

রাষ্ট্রপক্ষের আইনজীবী (পিপি) আব্দুল ওদুদ জানান, ২০১৯ সালের ৩১ ডিসেম্বর রাতে গোপন সংবাদের ভিত্তিতে জেলার ভোলাহাটের বড়জামবাড়ীয়া খাপানের বিল এলাকায় অভিযান চালায় র‍্যাব। অভিযানকালে র‍্যাবের উপস্থিতি টের পেয়ে পালানোর সময় দুইটি বিদেশি পিস্তল, দুটি ম্যাগাজিন এবং দুই রাউন্ড গুলিসহ মামুন ও দুলুকে আটক করা হয়।

এ ঘটনায় পরের দিন ২০২০ সালের ১ জানুয়ারি র‍্যাবের উপ-পরিদর্শক (এসআই) মোস্তাফিজার রহমান বাদী হয়ে ভোলাহাট থানায় মামলা দায়ের করেন। মামলার তদন্তকারী কর্মকর্তা ভোলাহাট থানার উপ-পরিদর্শক (এসআই) মো. আতাউর হোসেন ২০২০ সালের ৩১ জানুয়ারি তদন্ত শেষে মামুন ও দুলুকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দাখিল করেন। মামলার দীর্ঘ সাক্ষ্য প্রমাণ ও শুনানি শেষে আদালত এই দণ্ড প্রদান করেন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

ব্যাংককে ড. ইউনূস-মোদির বৈঠক
২ এপ্রিল ২০২৫ রাত ০৮:৩৫:৫৭