• ঢাকা
  • |
  • শুক্রবার ২০শে চৈত্র ১৪৩১ রাত ১২:২৭:২১ (04-Apr-2025)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • শুক্রবার ২০শে চৈত্র ১৪৩১ রাত ১২:২৭:২১ (04-Apr-2025)
  • - ৩৩° সে:

আন্তর্জাতিক

যুদ্ধবিরতির আলোচনায় রোমে প্রতিনিধি পাঠাবে ইসরাইল

২৭ জুলাই ২০২৪ সকাল ১০:৩২:৫৮

যুদ্ধবিরতির আলোচনায় রোমে প্রতিনিধি পাঠাবে ইসরাইল

আন্তর্জাতিক ডেস্ক: গাজায় যুদ্ধবিরতি নিয়ে আলোচনার জন্য ইতালির রোমে প্রতিনিধি দল পাঠাবে ইসরাইল। দেশটির প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু এ তথ্য জানিয়েছেন।

বর্তমানে যুক্তরাষ্ট্র সফরে রয়েছেন নেতানিয়াহু। এরই মধ্যে তিনি কংগ্রেসে ভাষণ দিয়েছেন। ২৬ জুলাই শুক্রবার ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে সাক্ষাতের জন্য তিনি ফ্লোরিডার মার-এ-লাগোতে যান। সেখানে ইসরাইলি প্রধানমন্ত্রী এই মন্তব্য করেন।

বাইডেন প্রশাসন জানিয়েছে, অবরুদ্ধ উপত্যকায় যুদ্ধবিরতি ইস্যুতে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের মধ্যে দূরত্ব কমেছে। এদিকে ডেমোক্র্যাট দলের সম্ভাব্য প্রার্থী কমলা হ্যারিস বলেছেন, গাজার ট্র্যাজিডি ও দুর্ভোগে তিনি নীরব থাকবেন না। সব অংশীদারকে তিনি চুক্তিতে পৌঁছাতে আহ্বানও জানিয়েছেন।

কমলা হ্যারিস বলেছেন, এখনই যুদ্ধ বন্ধের সময়, তবে এমনভাবে এটি বন্ধ করতে হবে যাতে ইসরাইল নিরাপদে থাকে। তাছাড়া তিনি সব জিম্মিদের মুক্তি, গাজায় ফিলিস্তিনিদের ওপর অত্যাচার বন্ধ ও তাদের স্বাধীনতার কথাও উল্লেখ করেছেন।

ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠকের পর নেতানিয়াহু জানিয়েছেন, সপ্তাহের শুরুতেই তিনি যুদ্ধবিরতি নিয়ে আলোচনার জন্য রোমে প্রতিনিধি দল পাঠাবেন।

এদিকে গত ৭ অক্টোবরের পর থেকে গাজায় অব্যাহত হামলায় ৩৯ হাজার ১৭৫ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন ৯০ হাজার ৪০৩ জন। সূত্র: আল জাজিরা।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ





দৌলতদিয়ায় মাদকসহ গ্রেফতার ১
৩ এপ্রিল ২০২৫ রাত ০৮:০৩:৩২




পাবনায় পুকুরে ডুবে শিশুর মৃত্যু
৩ এপ্রিল ২০২৫ সন্ধ্যা ০৬:৪৫:৪১