আন্তর্জাতিক ডেস্ক: গাজায় যুদ্ধবিরতি কার্যকরের পর মানবিক সহায়তা নিয়ে ট্রাক প্রবেশ করতে শুরু করেছে। এ খবর নিশ্চিত করেছে রাফা ক্রসিংয়ের কর্মকর্তারা। মিশর থেকে রাফা ক্রসিং দিয়ে গাজায় ইতোমধ্যে মানবিক সহায়তা নিয়ে বেশ কয়েকটি ট্রাক প্রবেশ করছে।
রাফা ক্রসিং প্রশাসনের মুখপাত্র জানিয়েছেন, ২৪ নভেম্বর মোট ২৩০টি ট্রাক গাজার অভ্যন্তরে প্রবেশ করার জন্য অপেক্ষায় আছে। ২৪ নভেম্বর শুক্রবার থেকে গাজায় ৪দিনের যুদ্ধবিরতি কার্যকর হয়েছে। এদিন বাংলাদেশ সময় বেলা ১১টার দিকে ২ পক্ষের মধ্যে এ চুক্তি কার্যকর হয়। চুক্তি কার্যকরে মধ্যস্থতা করছে মধ্যপ্রাচ্যের আরেক মুসলিম দেশ কাতার। এই যুদ্ধবিরতিতে হামাস ও ইসরায়েলের মধ্যে বেশ কিছু বন্দিবিনিময়েরও কথা রয়েছে।
কিন্তু যুদ্ধবিরতির আগরে রাতেও গাজায় রাতভর বোমা হামলা চালিয়েছে ইসরায়েল। গাজার অভ্যন্তরে পাওয়া গেছে হতাহতের খবর। এছাড়া যুদ্ধবিরতি শেষে আবারও গাজায় হামলা চালানো শুরু হবে বলে জানিয়েছে ইসরাইল কতৃপক্ষ।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available