• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৪ঠা আশ্বিন ১৪৩১ সকাল ০৭:১৩:৪৫ (19-Sep-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৪ঠা আশ্বিন ১৪৩১ সকাল ০৭:১৩:৪৫ (19-Sep-2024)
  • - ৩৩° সে:

জেলার খবর

শার্শায় উপর্যুপরি কুপিয়ে ও গুলি করে যুবক হত্যা

৩১ মে ২০২৪ বিকাল ০৫:৪১:৩৯

শার্শায় উপর্যুপরি কুপিয়ে ও গুলি করে যুবক হত্যা

যশোর প্রতিনিধি: যশোরের শার্শায় গরু বেচা-কেনার পূর্ব শত্রুতার জেরে মুসা (৩০) নামের এক যুবককে উপর্যুপরি কুপিয়ে ও গুলি করে হত্যা করেছে এলাকার অস্ত্র ও মাদক কারবারিরা। এ ঘটনায় আহত হয়েছেন নিহতের ভাইপো রাসেল (২০) নামের অপর একজন।

৩০ মে বৃহস্পতিবার সন্ধ্যা ৭টার দিকে উপজেলার হরিনাপোতা বাজার মোড়ে এ ঘটনা ঘটে। ৩১ মে শুক্রবার সকাল ১১টার দিকে গুরুতর আহত মুসা মারা যান। এ ব্যাপারে রাতেই শার্শা থানায় একটি মামলা দায়ের করেছে ভুক্তভোগীর পরিবার।

স্থানীয় সূত্রে জানা যায়, নিহত রানা মুসা হরিনাপোতা গ্রামের আতাউর হকের ছেলে ও তার ভাইপো আহত রাসেল ইসহাকের ছেলে। গরু বেচা-কেনা নিয়ে মুসার সাথে ৬/৭ মাসে আগে মান্দারতলা এলাকার অস্ত্র ও মাদককারবারি সিন্ডিকেটের ওহাবের ছেলে রফিকুল, নান্নুর ছেলে মিলন ও শান্টুর ছেলে সুমনের সাথে দ্বন্দ্ব ছিলো।

ঘটনার দিন বিকাল ৫ টার দিকে মুসা ও ভাইপো রাসেল চা খাওয়ার জন্য হরিনাপোতা বাজার মোড়ে যায়। এ সময় রফিকুল, মিলন ও সুমনসহ আরও একদল সন্ত্রাসী  অতর্কিতভাবে মুসাকে উপর্যুপরি কোপাতে শুরু করে। একপর্যায়ে তাকে লক্ষ্য করে গুলি ছোড়া হয়। এ সময় বাধা দিতে এগিয়ে এলে ভাইপো রাসেল গুলিবিদ্ধ হন।

স্থানীয়রা দুজনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্মরত চিকিৎসক ভাইপো রাসেলকে ভর্তি রাখে এবং মুসার অবস্থা গুরুতর হওয়ায় তাকে প্রথমে যশোর সদর হাসপাতাল পরে ঢাকায় রেফার্ড করেন যশোরের চিকিৎসাকরা। চিকিৎসাধীন অবস্থায় ঢাকায় তার মৃত্যু হয়।

নাভারন সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার নিশাত আল নাহিয়ান বলেন, গুরুতর আহত চাচা ও ভাইপোর মধ্যে মুসা চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে। ভাইপো উপজেলা স্বাস্থ্য কমপ্রেক্সে চিকিৎসাধীন। এ ঘটনায় শার্শা থানায় মামলা হয়েছে। এ হত্যাকাণ্ডে জড়িত আসামিদের আটকের জন্য একাধিক টিম কাজ করছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু
১৮ সেপ্টেম্বর ২০২৪ রাত ০৯:৪৩:২৫







কৃষিগুচ্ছের ভর্তি পরীক্ষার নতুন তারিখ ২৫ অক্টোবর
১৮ সেপ্টেম্বর ২০২৪ সন্ধ্যা ০৭:৪৩:১৫

মিয়ানমার থেকে গুলিবর্ষণ, সরাসরি টেকনাফ বন্দরে আঘাত
১৮ সেপ্টেম্বর ২০২৪ সন্ধ্যা ০৭:৩০:১৪