• ঢাকা
  • |
  • মঙ্গলবার ১৭ই চৈত্র ১৪৩১ রাত ০২:৫৩:১২ (01-Apr-2025)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • মঙ্গলবার ১৭ই চৈত্র ১৪৩১ রাত ০২:৫৩:১২ (01-Apr-2025)
  • - ৩৩° সে:

অপরাধ

লংগদুতে চার সন্তানের জননীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে যুবক আটক

১৯ মার্চ ২০২৫ সকাল ১১:৩৩:৫৬

লংগদুতে চার সন্তানের জননীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে যুবক আটক

লংগদু (রাঙ্গামাটি) প্রতিনিধি: রাঙ্গামাটির লংগদুতে চার সন্তানের জননীকে জোরপূর্বক ধর্ষণ চেষ্টা করে স্থানীয় এক বখাটে মটরসাইকেল চালক সোহাগ (৩৮)। সোহাগ লংগদু উপজেলার গুলশাখালী ইউনিয়নের মুর্শিদাবাদ এলাকার আবুল কাশেমের ছেলে।

ঘটনার শিকার ভিকটিম একই এলাকার বাসিন্দা। ভিকটিম জানান, ঘটনার দিন সন্ধ্যায় তার নিজের বাড়ি থেকে তার ভাইয়ের মেয়েকে নিয়ে ভাইয়ের বাসায় যাচ্ছিলেন, ভাইয়ের মেয়েকে তার বাসায় রেখে ধান ক্ষেতের উপর দিয়ে আসার সময় পিছন থেকে বখাটে সোহাগ ভিকটিমের চোখে মুখে চেপে ধরে ধস্তাধস্তি করে। একপর্যায়ে ধানের জমিতে শুইয়ে ফেলেন। ভিকটিম হাতে থাকা মোবাইল দিয়ে কল দেওয়ার চেষ্টা করলে সোহাগ মোবাইল কেড়ে নিয়ে মাটির গর্তে ঢুকিয়ে দেন। পরে ভিকটিমের ওড়না কেড়ে নিয়ে তার মুখ বাঁধার চেষ্টা করলে কৌশলে তিনি ধর্মের দোহাই দিয়ে চিৎকার চেচামেচি শুরু করেন। এ সময় পাশের লোকজন এসে তাকে উদ্ধার করে।

ভিকটিমের বৃদ্ধ মা জানান, আমার মেয়ের সাথে যেটা হয়েছে এটা যেন আর কারো মেয়ের সাথে না হয়। আমি মা হিসেবে এ ঘটনার সুষ্ঠু বিচার চাই। আমার মেয়ের জীবনের নিরাপত্তা চাই।

ভিকটিমের স্বামী জানান, ঘটনার সময় আমি বাজারে ছিলাম। খবর পেয়ে বাসায় গিয়ে দেখি আমার পরিবারের অবস্থা খারাপ। সারাদিন রোজা রেখেছে। এ ঘটনায় সে মানসিকভাবে ভেঙ্গে পড়ে এবং জ্ঞান হারিয়ে ফেলছে। পরে তাকে স্থানীয় ফার্মেসিতে নিলে তারা উন্নত চিকিৎসার জন্য লংগদু সদর হাসপাতালে পাঠান। আমরা হাসপাতালে কেন গেলাম সেই কথা এলাকার নেতারা বিচার করবে না বলে আমাদের জানায়। আমি সুষ্ঠু ও নিরপেক্ষ বিচার চাই।

ভিকটিমের ভাই এবং বাবা জানান, ঘটনার সঠিক তদন্ত করে আসামির বিচার করতে হবে। সমাজে আমাদের মানসম্মান নষ্ট করে দিয়েছে। ভিকটিমের চারজন মেয়ে আছে, মেয়ের জামাই আছে। এমন নিন্দনীয় কাজের সুষ্ঠু বিচার কামনা করছি।

লংগদু থানার অফিসার ইনচার্জ ফেরদৌস ওয়াহিদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ভিকটিম এবং তার পরিবারের দেওয়া অভিযোগের ভিত্তিতে মামলা রুজু করা হয়েছে। আসামিকে গ্রেফতার করা হয়েছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



জ্বালানি তেলের দাম নির্ধারণ
৩১ মার্চ ২০২৫ রাত ০৮:০১:২২

ফতুল্লায় যুবককে গুলি করে হত্যা
৩১ মার্চ ২০২৫ সন্ধ্যা ০৭:৫৩:৪৮


৭ দিনে যমুনা সেতুতে ১৭ কোটি টাকার টোল আদায়
৩১ মার্চ ২০২৫ সন্ধ্যা ০৬:৪২:৩৯


ঈদের দিন জাতীয় চিড়িয়াখানায় মানুষের ঢল
৩১ মার্চ ২০২৫ সন্ধ্যা ০৬:২৫:৫৩


নারায়ণগঞ্জে ঈদ আনন্দ মিছিল অনুষ্ঠিত
৩১ মার্চ ২০২৫ বিকাল ০৪:৫৬:৫৮