চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে বিএসএফের ছোঁড়া গুলিতে শহিদুল ইসলাম (২২) নামে এক রাংলাদেশি যুবক আহত হয়েছেন।
১০ জানুয়ারি শুক্রবার দিবাগত গভীর রাতে উপজেলার আজমতপুর সীমান্তে এ ঘটনা ঘটেছে। আহত যুবক উপজেলার চকপাড়া বাগিচাপাড়া গ্রামের আনারুল ইসলামের ছেলে।
মহানন্দা ব্যাটালিয়ন ৫৯ বিজিবির অধিনায়ক লে. কর্নেল মো. গোলাম কিবরিয়া বিষয়টি নিশ্চিত করেছেন।
এ বিষয়ে শাহবাজপুর ইউনিয়নের চেয়ারম্যান মোহাম্মদ নিজামুল হক জানান, আনুমানিক রাত ২ টার দিকে আজমতপুর সীমান্ত থেকে গুলির শব্দ পেয়েছি। সম্ভবত ৮-৯ রাইন্ড গুলি করেছে বিএসএফের শ্মশানি ক্যাম্পের সদস্যরা। পরে সকালে জানতে পারি বিএসএফের গুলিতে শহিদুল নামে এক যুবক মারাত্মক আহত হয়ে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিচ্ছে।
এদিকে রামেকে চিকিৎসা নেয়ার বিষয়টি নিশ্চিত করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের ভারপ্রাপ্ত কর্মকর্তা ডা. শংকর কুমার বিশ্বাস জানান, শনিবার ভোর সাড়ে ৫টার দিকে চাঁপাইনবাবগঞ্জ থেকে শহিদুল নামে এক যুবক হাতে গুলিবিদ্ধ অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছেন। তার চিকিৎসা চলছে। আপাতত সে ভালো আছে।
লে. কর্নেল মো. গোলাম কিবরিয়া জানান, ১০ জানুয়ারি শুক্রবার দিবাগত গভীর রাত দুইটার দিকে আন্তর্জাতিক সীমানা পিলার ১৮২ হতে ১৩০ গজ ভারতের ভেতর শ্মশানি ক্যাম্পের বিএসএফ সদস্যরা অন্তত ৩ রাউন্ড গুলি ছোঁড়ে। উভয় দেশের চোরাকারবারিরা যখন চোরাই পণ্য পাচারের চেষ্টা করে সাধারণত তখন বিএসএফ এ ধরনের গুলিবর্ষণ করে থাকে।
তিনি আরও জানান, সীমান্তের শূন্য লাইন পার হয়ে শুক্রবার দিবাগত রাতে ভারতে নিষিদ্ধ মাদক ফেনসিডিল আনতে গিয়েছিল শহিদুলসহ ৫-৬ জনের একটি দল। পরে বিএসএফ তাদের লক্ষ্য করে গুলি করলে গুরুতর আহত হয়ে শহিদুল এবং তার বাকি সাথীরা পালিয়ে বাংলাদেশের ভেতরে চলে আসে। পরে ঘটনাস্থল থেকে ২৫ বোতল ফেনসিডিল, ১টি টর্চ লাইট, ১টি দেশীয় অস্ত্র উদ্ধার করে বিজিবির টহল দল।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2025, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available