• ঢাকা
  • |
  • শুক্রবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ রাত ১২:২৬:৪৪ (22-Nov-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • শুক্রবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ রাত ১২:২৬:৪৪ (22-Nov-2024)
  • - ৩৩° সে:

জেলার খবর

লালমনিরহাটে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক আহত

২৬ মার্চ ২০২৪ বিকাল ০৩:০৮:৪২

লালমনিরহাটে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক আহত

লালমনিরহাট প্রতিনিধি: ২৬ মার্চ স্বাধীনতা দিবসের প্রথম প্রহরে লালমনিরহাটের আদিতমারী উপজেলার দূর্গাপুর সীমান্তে ভারতীয় বিএসএফের গুলিতে মো. লিটন মিয়া (২০) নামে একজন বাংলাদেশি যুবক গুরুতর আহত হয়েছেন। আহত যুবক লিটন মিয়া আদিতমারী উপজেলার দূর্গাপুর ইউনিয়নের দীঘলটারী এলাকার মো. মোকছেদুল ইসলামের ছেলে।

২৬ মার্চ মঙ্গলবার আদিতমারী উপজেলার দূর্গাপুর সীমান্তের ৯২৩ নম্বর মেইন পিলার এলাকায় এ ঘটনা ঘটে। ওই যুবক বিএসএফের হেফাজতে কুচবিহার জেলা সদরের এমজেএম নামে একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে বলে লালমনিরহাট-১৫ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল মো. মোফাজ্জল হোসেন আকন্দ জানিয়েছেন।  

জানা যায়,  মঙ্গলবার রাত ৩টার দিকে ভারতীয় একদল গরু ব্যবসায়ীর সহযোগিতায় বাংলাদেশি ২০/২৫ জন যুবক গরু পাচার করার চেষ্টা করে। এ সময় ভারতীয় জলপাইগুড়ি-৭৫ বিএসএফ ব্যাটালিয়নের বারথার ক্যাম্পের টহল দলের সদস্যরা গুলি ছুড়ে। বিএসএফের গুলিতে মো. লিটন মিয়া (২০) নামে একজন বাংলাদেশি যুবক ঘটনাস্থলে আহত হয়। পরে বিএসএফ তাকে গুরুতর আহত অবস্থায় আটক করে নিয়ে যায়।

বিজিবি লালমনিরহাট-১৫ ব্যাটালিয়নের পরিচালক লে. কর্ণেল মো. মোফাজ্জল হোসেন আকন্দ বলেন, বিএসএফের গুলিতে আহত যুবক লিটন মিয়াকে বিএসএফ কুচবিহারের এমজেএম নামে একটি হাসপাতালে চিকিৎসা দিচ্ছে।

তিনি আরও বলেন, মঙ্গলবার প্রথম প্রহর তথা রাত ৩টার দিকে ৪০/৫০ জন গরু ব্যবসায়ী দূর্গাপুর সীমান্তে গেলে বিএসএফ তাদেরকে চলে যেতে বলে। এ সময় তারা উল্টো বিএসএফের উপর চড়াও হয়। একপর্যায়ে বিএসএফ আত্মরক্ষার্থে গুলি ছুড়ে। এতে লিটন মিয়া নামে একজন বাংলাদেশি যুবক গুলিবিদ্ধ হন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ







ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৯ জনের মৃত্যু
২১ নভেম্বর ২০২৪ রাত ০৮:০৫:৩৩