• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ রাত ০৯:১৮:১৭ (21-Nov-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ রাত ০৯:১৮:১৭ (21-Nov-2024)
  • - ৩৩° সে:

প্রিয় ঢাকা

উত্তরায় ২ নারী ডিলারসহ ৭ মাদক কারবারি আটক

২৪ সেপ্টেম্বর ২০২৪ সকাল ০৯:২৭:৩৪

উত্তরায় ২ নারী ডিলারসহ ৭ মাদক কারবারি আটক

নিজস্ব প্রতিবেদক: উত্তরায় সেনাবাহিনী ও পুলিশের মাদক বিরোধী যৌথ অভিযানে ৭ মাদক কারবারিকে আটক করা হয়েছে। ২৩ সেপ্টেম্বর সোমবার মধ্যরাত আনুমানিক ১টা ৩০ মিনিটে স্থানীয় জনসাধারণের অভিযোগের প্রেক্ষিতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

অভিযোগ সূত্রে জানা যায়, উত্তরা দিয়াবাড়ি আর্মি ক্যাম্প হতে বিএ-৯৩৩৭ মেজর খন্দকার জাহিদুল হকের নেতৃত্বে সেনাবাহিনী ও উত্তরা পশ্চিম থানার পুলিশের একটি যৌথ দল উত্তরার কামারপাড়া ১৯নং রোডের বস্তি এলাকায় অভিযান চালায়।

অভিযানে দুইজন নারী ডিলারসহ মোট ৭ জন মাদক কারবারিকে আটক করা হয়। এ সময় প্রায় দেড় কেজি পরিমাণ গাজা, ইয়াবা বিক্রির দ্রব্যসামগ্রী, জাল টাকা, ক্রেডিট কার্ডসহ বেশ কিছু অবৈধ সরঞ্জামাদি জব্দ করে যৌথ বাহিনীর সদস্যরা।

স্থানীয় জনসাধারণের অভিযোগের ভিত্তিতে আরও জানা যায়, এরা IUBT সহ এলাকার সাধারণ ছাত্রদের গাজাসহ মাদক সেবনে প্ররোচিত করতো এবং ট্রাক ড্রাইভার ও অটো চালকরা প্রতিদিন রাতেই এখানে গাজার আসর জমাতো।

যৌথবাহিনী সূত্রে জানা যায়, অভিযান শেষে উত্তর পশ্চিম থানায় আটকদের বিরুদ্ধে মাদক আইনে মামলা করা হয়েছে। এছাড়াও সেনাবাহিনীর উপস্থিত প্রতিনিধি মাদক কারবারিদের সাথে সংশ্লিষ্ট মূল হোতাদের চিহ্নিত করে আইনের আওতায় আনার জন্য নির্দেশনা প্রদান করেন।

মেজর খন্দকার জাহিদুল হক বলেন, মাদক বিরোধী অভিযান বহাল থাকবে। আমাদের তথ্য দিলে আমরা অভিযান পরিচালনা করব। মাদক মুক্ত সমাজ ও দেশ গড়তে যে কোনো ধরনের পদক্ষেপ নেওয়া হবে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ





ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৯ জনের মৃত্যু
২১ নভেম্বর ২০২৪ রাত ০৮:০৫:৩৩