• ঢাকা
  • |
  • শুক্রবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ রাত ১২:১৫:১২ (22-Nov-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • শুক্রবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ রাত ১২:১৫:১২ (22-Nov-2024)
  • - ৩৩° সে:

অপরাধ

ডিআইইউতে ছাত্রীদের যৌন হয়রানির অভিযোগ: শিক্ষকের পদত্যাগ

২১ জুন ২০২৩ সন্ধ্যা ০৭:৩৮:৪৫

ডিআইইউতে ছাত্রীদের যৌন হয়রানির অভিযোগ: শিক্ষকের পদত্যাগ

ডিআইইউ প্রতিনিধি: ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে (ডিআইইউ) ছাত্রীদেরকে যৌন হয়রানির অভিযোগ ওঠায় পদত্যাগ করেছেন বিশ্ববিদ্যালয়টির ইংরেজি বিভাগের প্রভাষক নাহিদ সৈকত। এর আগে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন, বোর্ড অব ট্রাস্টি, বিভিন্ন ফ্যাকাল্টির ডিন ও সকল বিভাগের চেয়ারম্যানদের সমন্বয়ে জরুরী এক সভায় অভিযুক্ত ঐ শিক্ষকের বিরুদ্ধে আনিত অভিযোগের সত্যতা পাওয়া যায়। ২১ জুন বুধবার বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. সাজ্জাদ হোসেন ঐ শিক্ষকের পদত্যাগের বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেন।

জানা যায়, অভিযুক্ত ঐ শিক্ষক পরীক্ষায় পাস করিয়ে দেয়া এবং নম্বর বাড়িয়ে দেয়ার প্রলোভনে ছাত্রীদর সাথে অনৈতিক সম্পর্ক স্থাপনের চেষ্টা করতেন। বিষয়টি নিয়ে একাধিক নারী শিক্ষার্থী বিশ্ববিদ্যালয় প্রশাসন বরাবর অভিযোগ করলে টনক নড়ে বিশ্ববিদ্যালয় প্রশাসনের।

তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হতে পারে এই ভয়ে সে আগেই পদত্যাগ করেছে।

নাম প্রকাশ না করার শর্তে একাধিক নারী শিক্ষার্থী জানান, অভিযুক্ত শিক্ষক নাহিদ সৈকতসহ শিক্ষকদের একটি সিন্ডিকেটের এমন অপেশাদার আচরণ করে আসছে। তাদের বিরুদ্ধে অভিযোগ দেয়া হলেও বিশ্ববিদ্যালয় প্রশাসন এতদিন তা আমলে নেয়নি। তবে নাহিদ সৈকতের ঘটনাটি ভাইরাল হওয়ায় এখন বিশ্ববিদ্যালয় প্রশাসন তৎপরতা দেখাচ্ছে। দেরিতে হলেও তাদের উদ্যোগ প্রশংসনীয়।  

ইংরেজি বিভাগের একাধিক সিনিয়র শিক্ষক নাম প্রকাশ না করার শর্তে বলেন, নাহিদ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের একটি সিন্ডিকেটের মাধ্যমে নিয়োগ পেয়েছিলো। সে সময়কার নিয়োগ বোর্ডের প্রায় সব সদস্যই ছিলেন জবির। এ কারণেই একাধিক যোগ্য প্রার্থীকে বাদ দিয়ে তাকে নিয়োগের শুপারিশ করা হয়। এর আগেও তার বিরুদ্ধে একাধিক অভিযোগ থাকলেও অদৃশ্য শক্তির কারনে তিনি এতোদিন পার পেয়ে গেছেন। ডিপার্টমেন্টের অনেক সিনিয়র শিক্ষকের সাথেও তিনি এর আগে কয়েকবার খারাপ আচরণ করেছেন।

এ ঘটনায় অভিযুক্ত নাহিদ সৈকতের কাছে জানতে চাইলে তিনি বলেন, আমার বিরুদ্ধে অভিযোগ দেয়ার কারণে আমি পদত্যাগ করেছি। অভিযোগের তদন্ত হয়েছে কিনা তা আমার জানা নেই। তবে সবগুলো অভিযোগই মিথ্যা। আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করা হচ্ছে।  

এ ঘটনায় বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সাজ্জাদ হোসেন বলেন, নাহিদের বিরুদ্ধে আনিত অভিযোগগুলো আমরা গুরুত্বসহকারে দেখেছি।  অভিযোগের সকল ডকুমেন্টস সংগ্রহ করা হচ্ছে। তাকে নিয়ে বিশ্ববিদ্যালয়ের এক জরুরী সভা অনুষ্ঠিত হয়েছে। ঐ সভায় সকল বিভাগের চেয়ারম্যানসহ গুরুত্বপূর্ণ ফ্যাকাল্টি মেম্বাররা উপস্থিত ছিলেন। অবশেষে বুঝতে পেরে তিনি নিজেই পদত্যাগপত্র জমা দিয়েছেন। আমরা তার পদত্যাগপত্র গ্রহণ করেছি।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ







ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৯ জনের মৃত্যু
২১ নভেম্বর ২০২৪ রাত ০৮:০৫:৩৩