রংপুর ব্যুরো: রংপুর বিভাগীয় মহাসমাবেশের মঞ্চে উঠেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ২ আগস্ট বুধবার বিকেলে ৩টা ২৬ মিনিটের দিকে জিলা স্কুল মাঠের জেলা ও মহানগর আওয়ামী লীগ আয়োজিত এ সমাবেশস্থলে পৌঁছান তিনি।
এর আগে দুপুর সোয়া ১টায় প্রধানমন্ত্রীকে বহনকারী হেলিকপ্টারটি রংপুর ক্যান্টনমেন্ট হেলিপ্যাডে অবতরণ করে। সেখান থেকে তিনি সড়কপথে রংপুর সার্কিট হাউসে যান। সার্কিট হাউস মিলনায়তনে বিভাগীয় পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন। বেলা ৩টার দিকে রংপুর জিলা স্কুল মাঠের জনসভার উদ্দেশে রওনা দেন প্রধানমন্ত্রী।
প্রধানমন্ত্রী দলীয় এই মহাসমাবেশে যোগ দেওয়ার পাশাপাশি ২৭টি প্রকল্প উদ্বোধন ও পাঁচটি প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করার কথা রয়েছে।
রংপুর মহানগর আওয়ামী লীগের আহ্বায়ক ডা. দেলোয়ার হোসেনের সভাপতিত্বে সমাবেশে প্রধান বক্তা হিসেবে উপস্থিত আছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
সেখানে আরও উপস্থিত আছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি, তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ, দলের প্রেসিডিয়াম সদস্য জাহাঙ্গীর কবির নানক, নৌপরিবহণ প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী, সাংগঠনিক সম্পাদক সুজিত রায় নন্দী প্রমুখ।
সমাবেশে রংপুর বিভাগের আট জেলা থেকে লক্ষ লক্ষ নেতাকর্মী ও সাধারণ মানুষ অংশ নিয়েছে।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available