• ঢাকা
  • |
  • শুক্রবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ রাত ১২:৩৭:৫৩ (22-Nov-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • শুক্রবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ রাত ১২:৩৭:৫৩ (22-Nov-2024)
  • - ৩৩° সে:

জেলার খবর

নোয়াখালীতে সেতু বন্ধন সমবায় সমিতির রজত জয়ন্তী উদযাপন

১২ ফেব্রুয়ারি ২০২৪ সকাল ০৮:৪৩:০৪

নোয়াখালীতে সেতু বন্ধন সমবায় সমিতির রজত জয়ন্তী উদযাপন

নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীর সেনবাগে সেতু বন্ধন সমবায় সমিতির রজত জয়ন্তী উদযাপন করা হয়েছে।

১০ ফেব্রুয়ারি শনিবার দিনব্যাপী উপজেলার কাবিলপুর ইউনিয়নে মইজদীপুর গ্রামের দিলদার বাজারে এ উৎসব পালিত হয়।

রজত জয়ন্তী উদযাপন কমিটির সভাপতি সড়ক মন্ত্রণালয়ের উপসচিব আবু নাছের টিপুর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন বিশিষ্ট শিল্পপতি প্রিমিটেক গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আবদুল কাইয়ুম সিআইপি, বিশেষ অতিথি ছিলেন সেনবাগ উপজেলা নির্বাহী অফিসার জিসান বিন মাজেদ, সেনবাগ উপজেলার সমবায় অফিসার অরুন চন্দ্র মজুমদার প্রমুখ।

উৎসবে এলাকার আটজন প্রবীণ ব্যক্তিকে বিশেষ সম্মাননা হিসেবে উপহার সামগ্রী প্রদান ছাড়াও সমিতির সদস্যদের মেধাবী ও কৃতি সন্তানদের সনদ দেয়া হয়।

এছাড়াও দিনব্যাপী ছিল আড্ডা, নানা ধরনের প্রতিযোগিতা, শিশুদের জন্য চরকায় ঘুরা, বায়োস্কপ দেখাসহ নানা ধরেনর আয়োজন।

উল্লেখ্য, ১৯৯৯ সালে জানুয়ারি মাসে নোয়াখালীর প্রত্যন্তগ্রাম সেনবাগের কাবিলপুরের মইজদীপুরে কয়েকজন মিলে মাত্র ১০০ টাকা মাসিক চাঁদা দিয়ে সেতুবন্ধন নামে সমিতি গঠন করেন। পরে সেটি সমবায় অফিস থেকে নিবন্ধন নিয়ে বিভিন্ন সামাজিক কার্যক্রম পরিচালনা করে আসছে। বিশেষ করে এলাকায় স্বাস্থ্য সেবা, শিক্ষা, আত্মকর্মসংস্থান সৃষ্টিতে নারীদের সেলাই প্রশিক্ষণ, বেকার যুবকদের প্রশিক্ষণ দিয়ে ঋণ প্রদানসহ নানাবিধ জনহিতকর মানবিক কাজ করে দৃষ্টান্ত স্থাপন করেছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ







ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৯ জনের মৃত্যু
২১ নভেম্বর ২০২৪ রাত ০৮:০৫:৩৩