• ঢাকা
  • |
  • শুক্রবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ রাত ১২:৪৪:৫০ (22-Nov-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • শুক্রবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ রাত ১২:৪৪:৫০ (22-Nov-2024)
  • - ৩৩° সে:

সারাবাংলা

বগুড়ায় রথযাত্রায় বিদ্যুতায়িত হয়ে নিহত ৫

৭ জুলাই ২০২৪ সন্ধ্যা ০৭:১৬:০৯

বগুড়ায় রথযাত্রায় বিদ্যুতায়িত হয়ে নিহত ৫

বগুড়া প্রতিনিধি: বগুড়ায় রথযাত্রার সময় বিদ্যুৎস্পৃষ্ট হ‌য়ে ৫ জ‌নের মৃত্যু হ‌য়ে‌ছে। এ সময় আহত হ‌য়ে‌ছে অন্তত আরও ২৫ থে‌কে ৩০ জন। এদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।

৭ জুলাই রোববার বিকাল সোয়া পাঁচটায় বগুড়া শহ‌রের সেউজগাড়ী আমতলা মো‌ড়ে এ ঘটনা ঘ‌টে।

নিহতরা হ‌লেন, অলোক, আতশী রানী, র‌ঞ্জিতা, নরেশ মোহন্ত এবং অজ্ঞাত এক নারী।

বিকাল ৫টায় সেউজগাড়ী ইসকন ম‌ন্দির থেকে রথযাত্রা‌টি‌ বের হয়। পথিম‌ধ্যে সেউজগাড়ী আমতলা মোড় এলাকায় র‌থের চূড়া‌টি রাস্তার উপর থাকা হাইভোল্টে‌জের বৈদ্যুতিক তা‌রের সংস্প‌র্শে আসে। র‌থের চূড়া স্টি‌লের হওয়ায় বৈদ্যুতিক তা‌রের সংস্প‌র্শে আসার সঙ্গে সঙ্গে তা‌রে আগুন লে‌গে যায়। এ সময় র‌থে থাকা এবং আশপাশের অন্তত ২৫ থে‌কে ৩০ জন আহত হন।

প‌রে বগুড়া শহীদ জিয়াউর রহমান‌ মে‌ডি‌কেল ক‌লেজ হাসপাতা‌লে নি‌য়ে আসার পর ৪ জন মারা যান। অন্যদিকে মোহাম্মদ আলী হাসপাতালে মারা যান একজন।

বিষয়টি নি‌শ্চিত ক‌রে বগুড়া সদর থানা‌র অফিসার ইনচার্জ সাইহান ওয়ালিউল্লাহ ব‌লেন, রথযাত্রার সময় র‌থের চূড়া‌টি বিদ্যুতের তা‌রের সংস্প‌র্শে এলে এ ঘটনা ঘ‌টে।

ঘটনার খবরে জেলা পুলিশ সুপার (অতিরিক্ত ডিআইজি পদোন্নতিপ্রাপ্ত) সুদীপ কুমার চক্রবর্ত্তীসহ পুলিশের শীর্ষ কর্মকর্তারা হতাহতদের দেখতে হাসপাতালে যান।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ







ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৯ জনের মৃত্যু
২১ নভেম্বর ২০২৪ রাত ০৮:০৫:৩৩