কুষ্টিয়া প্রতিনিধি: ভারতের হাইকমিশন ২৩ সেপ্টেম্বর শনিবার সন্ধ্যায় কুষ্টিয়া কুমারখালীতে শিলাইদহের রবীন্দ্র কুঠিবাড়িতে ড. চঞ্চল খান পরিচালিত ডকুমেন্টারি ‘ছিন্নপত্র: পদ্মের পারে রবীন্দ্রনাথ’র প্রদর্শনীর আয়োজন করে। ডকুমেন্টারি ফিল্মটি ঠাকুরের বিস্তৃত কাজের একটি অংশ এবং এতে কুঠিবাড়িতে থাকার সময় তার ভাগ্নি ইন্দিরা দেবীকে লেখা চিঠির সংগ্রহ অন্তর্ভুক্ত রয়েছে। এসময় হাইকমিশনার প্রণয় ভার্মাকে ফুলের শুভেচ্ছা জানায় ভারত বাংলাদেশ যুব মৈত্রী পরিষদের সভাপতি হাসিবুর রহমান রিজু।
অনুষ্ঠানে হাইকমিশনার প্রণয় ভার্মা তার ভাষণে বলেন, রবীন্দ্রনাথ ঠাকুর একজন স্বপ্নদর্শী ছিলেন, যার প্রভাব সীমানা এবং প্রজন্ম অতিক্রম করে। তার গভীর চিন্তা, কাব্যিক তেজ এবং শৈল্পিক প্রচেষ্টা মানবতাকে অনুপ্রাণিত ও সমৃদ্ধ করে চলেছে। সাহিত্য, সঙ্গীত এবং দর্শনে তার অবদান বিশ্বে একটি অমোঘ চিহ্ন রেখে গেছে।
এ সময় হাইকমিশনার ভারত ও বাংলাদেশ উভয় দেশের শিল্পীদের প্রশংসা করেন, যারা ছবিটি তৈরিতে অংশ নিয়েছিলেন। তিনি আরও বলেন, যৌথ প্রচেষ্টায় দুই দেশের যৌথ সাংস্কৃতিক ঐতিহ্যকে প্রতিফলিত করে। এটি আমাদের অংশীদারিত্বের বৈশিষ্ট্য, যা সাংস্কৃতিক বন্ধন এবং শক্তিশালী জন-মানুষের বিনিময়েরও প্রতিফলন।
অনুষ্ঠানে বিখ্যাত রবীন্দ্রসংগীত গায়ক ও সুরকার সাদী মোহাম্মদ রবীন্দ্র সঙ্গীত পরিবেশন করেন।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available