• ঢাকা
  • |
  • রবিবার ১০ই অগ্রহায়ণ ১৪৩১ সকাল ০৬:২৩:০৩ (24-Nov-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • রবিবার ১০ই অগ্রহায়ণ ১৪৩১ সকাল ০৬:২৩:০৩ (24-Nov-2024)
  • - ৩৩° সে:

ক্যাম্পাস

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডিতে যুক্ত হলেন তিন শিক্ষক

১৫ আগস্ট ২০২৪ সকাল ১১:২৭:৪৭

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডিতে যুক্ত হলেন তিন শিক্ষক

রবীন্দ্র বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে শিক্ষার্থীদের নিরাপত্তা প্রদানে ব্যর্থ হওয়ায় পদত্যাগ করেছেন রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের প্রক্টরসহ প্রক্টরিয়াল বডির সকল সদস্য।

প্রক্টরিয়াল বডির পদত্যাগের বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) প্রফেসর ড. ফিরোজ আহমদ। 

এদিকে ১৪ আগস্ট বুধবার তিন শিক্ষককে সহকারী প্রক্টরের দায়িত্ব প্রদান করা হয়েছে। নতুন প্রক্টরের দায়িত্বে যারা এসেছেন তারা হচ্ছেন অর্থনীতি বিভাগের সহকারী অধ্যাপক নজরুল ইসলাম, ম্যানেজমেন্ট বিভাগের সহকারী অধ্যাপক নুসরাত জাহান এবং বাংলা বিভাগের সহকারী অধ্যাপক মো. মাইনুল ইসলাম।

এর আগে গত ১২ আগস্ট শিক্ষার্থীদের ১৩ দফা দাবির পরিপ্রেক্ষিতে বিশেষ সিন্ডিকেট সভায় বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী ছাত্রী হল ও শ্রেণী কার্যক্রম যথারীতি চলার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়। এছাড়াও সাধারণ শিক্ষার্থীদের পেশ করা দাবির মধ্যে প্রক্টরিয়াল বডির পদত্যাগ ছিল দ্বিতীয় দফায়।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ