চুয়াডাঙ্গা প্রতিনিধি: চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গার কলেজ পাড়ায় খাদিজা খাতুন (২৮) নামে এক গৃহবধূর রহস্যজনক মৃত্যু হয়েছে।
২৭ ডিসেম্বর বুধবার ভোরে এ ঘটনা ঘটে। এতে এলাকায় চাঞ্চল্যতার সৃষ্টি হয়েছে।
গৃহবধূর পরিবারের লোকজনের দাবি, স্বামী তাকে নির্যাতন করে হত্যা করে গলায় ফাঁস দিয়ে ঝুলিয়ে রেখেছে। স্থানীয়রা বলছে, গলায় ফাঁস দিয়ে মৃত্যু হয়েছে খাদিজার।
নিহত খাদিজার ভাই আব্দুস সামাদ অভিযোগ করে বলেন, ‘এর আগেও আলম ও তার পরিবারের লোকজন যৌতুকের জন্য আমার বোনকে নির্যাতন করেছিল। তখন থেকে আলমডাঙ্গা কলেজ পাড়ায় একটি বাসা ভাড়া নিয়ে থাকত দু’জন। সেখানে আলম আমার বোনকে গলায় ফাঁস লাগিয়ে হত্যা করেছে।’
এ বিষয়ে আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ গনি মিয়া বলেন, ‘বুধবার সকালে আলম থানায় এসে জানায় তার স্ত্রী আত্মহত্যা করেছে। আমরা গিয়ে খাদিজার ঝুলন্ত মরদেহ উদ্ধার করি। ধারণা করা হচ্ছে, তিনি আত্মহত্যা করেছেন। তবে ময়নাতদন্তের পর জানা যাবে, এটি হত্যা নাকি আত্মহত্যা।’
স্থানীয়রা জানায়, ১ বছর আগে প্রেম করে বিয়ে করেন খাদিজা ও আলম। এটা ছিলো দুজনেরই ৩য় বিয়ে। বিয়ের পর খাদিজা তার স্বামীর সঙ্গে পৌর কলেজ পাড়া এলাকায় ভাড়া বাসায় থাকতেন। মঙ্গলবার দিবাগত রাতে স্বামীর সাথে ঝগড়া হয় খাদিজার। এক পর্যায়ে তাকে মারধর করে তার স্বামী আলম। তারই ধারাবাহিকতায় জানালার গ্রিলে গলায় ফাঁস দেয় খাদিজা।
এ ঘটনায় স্বামী আলম হোসেনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে আলমডাঙ্গা থানা পুলিশ।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available