• ঢাকা
  • |
  • শুক্রবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ রাত ১২:২১:৪৬ (22-Nov-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • শুক্রবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ রাত ১২:২১:৪৬ (22-Nov-2024)
  • - ৩৩° সে:

জেলার খবর

রাজস্থলীতে বন্য হাতির আক্রমণে ৪ কলা বাগান ধ্বংস

১৮ ফেব্রুয়ারি ২০২৪ রাত ০৮:০৬:০৯

রাজস্থলীতে বন্য হাতির আক্রমণে ৪ কলা বাগান ধ্বংস

বন্য হাতির আক্রমণে ৪ কলা বাগান ধ্বংস। ছবি: এশিয়ান টিভি

রাজস্থলী (রাঙ্গামাটি) প্রতিনিধি: বন্য হাতির আক্রমণে রাঙ্গামাটির রাজস্থলীর পাহাড়ি এলাকায় প্রায় চারটি কলা বাগান ধ্বংস হয়েছে। ১৭ ফেব্রুয়ারি শনিবার দিবাগত রাত দুইটার দিকে ৩ নং বাঙালহালিয়া ইউনিয়নের নাইক্যছড়ার প্রায় ২ কিলোমিটার এলাকা জুড়ে তাণ্ডব চালায় হাতির পাল।

বাগান মালিক ও ধানী জমির কৃষকরা জানান, গত ১ সপ্তাহ ধরে হাতির পাল পাহাড়ি অঞ্চলে আম বাগান, কলা বাগান ও আমন ধানের খেতে তাণ্ডব চালিয়ে যাচ্ছে।  কলা গাছ খেয়ে শত শত কলা গাছ উপড়ে ফেলেছে। বাগান মালিকরা যোগ করেন, এ ঘটনায় তাদের ৫-৬ লাখ টাকা ক্ষতি হয়েছে।

নাইক্যছড়া পাড়ার কৃষক চিংবোইপ্রূ মারমা বলেন, ‘আমার ৪-৫ একর কলাবাগানে তাণ্ডব চালিয়ে প্রায় দুই শতাধিক কলা গাছ ধ্বংস করে দিয়েছে হাতির পাল। অন্যদিকে আমগাছ সব গাছ উপড়ে ফেলেছে। গাছগুলো থেকে প্রতি বছর ৪০০-৫০০ কেজি আম পেতাম। ফলন আরও ভালো হলে গাছ আরও বাড়ানোর পরিকল্পনা ছিল। কিন্তু হাতির আক্রমণে সব ভেস্তে গেছে। দীর্ঘ দিনের পরিশ্রমে তিল তিল করে গড়ে তুলেছি শখের এই কলা বাগান। বন্য হাতির আক্রমণে তা ধ্বংস হয়ে গেছে। প্রায় ২০০ গাছে উপড়ে ফেলেছে বন্য হাতির পাল।’

রাঙ্গামাটি, বান্দরবান ও রাঙ্গুনিয়ার কাপ্তাইয়ে পাহাড় কেটে সড়ক ও নতুন বাড়িঘর নির্মাণের জন্য জনবসতি বেড়ে যাওয়ায় হাতির বিচরণ ক্ষেত্র নষ্ট হয়ে যায়। এ কারণে প্রায়ই বাগান ও লোকালয়ে এসে হাতির পাল তাণ্ডব করছে। বন্য প্রাণী বিশেষজ্ঞদের মতে, হাতির আবাসস্থল ও খাদ্য কমে যাওয়া, চলাচলের পথে বাধা, সীমান্তে কাঁটাতারের বেড়া ও ফাঁদ পেতে হাতি হত্যাসহ নানা কারণে লোকালয়ে নেমে আসছে বন্য হাতির পাল।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ







ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৯ জনের মৃত্যু
২১ নভেম্বর ২০২৪ রাত ০৮:০৫:৩৩