রাঙামাটি প্রতিনিধি: রাঙামাটিতে কয়েকদিনের টানাবর্ষণে প্রায় ৪০ হাজার মানুষ ক্ষতিগ্রস্থ হয়েছে। এতে রাঙামাটি পৌরসভা ও বাঘাইছড়ি পৌরসভাসহ ২৯টি ইউনিয়নের সর্বমোট ১৯৯টি গ্রামের ৬৫১৪ টি বসতঘরসহ ৪টি আশ্রয় কেন্দ্র এবং রাঙামাটিতে ৩৩৬৮.১৫ হেক্টর ফসলী জমি ক্ষতিগ্রস্থ হয়েছে। রাঙামাটি জেলা প্রশাসন কর্তৃপক্ষ বিষয়চি নিশ্চিত করেছেন।
জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয় কয়েকদিনের প্রবল বর্ষণে রাঙামাটিতে ১০ হাজার ৬১৭টি পরিবারের মোট ৩৯ হাজার ৬২৫ জন নারী-পুরুষ ক্ষতিগ্রস্থ হয়েছে।
জেলায় পাহাড় ধসে ১৩০১ পরিবারের ৬৪০৬ জন নারী-পুরুষ ক্ষতিগ্রস্থ হয়েছে। পাহাড় ধসের ফলে বিভিন্ন সড়কের ৬৯ স্থানে ১২ সড়ক, ১৬ ব্রীজ-কালভার্ট, ২১ বিদ্যুতের খুঁটি ক্ষতিগ্রস্থ হয়েছে।
পাহাড় ধসে ক্ষতিগ্রস্থদের জন্য ১৫৭, বন্যায় ক্ষতিগ্রস্থদের জন্য ১০৪ আশ্রয় কেন্দ্র খোলা হয়েছে। এসব আশ্রয় কেন্দ্রে সর্বমোট ৫৪৩১ জন নারী-পুরুষ আশ্রয় নিয়েছে বলে নিশ্চিত করেছে রাঙামাটি জেলা প্রশাসন কর্তৃপক্ষ।
রাঙামাটির বিভিন্ন উপজেলায় অভ্যন্তরে ৪১ সড়কে যান চলাচল বন্ধ রয়েছে। ছোট-বড় ৩৬ ব্রীজ-কালভার্ট, ১৮ স্থানীয় বাজার, ২৪ বিদ্যুতের খুঁটি, ১৪৯ পুকুর ক্ষতিগ্রস্থ হয়েছে। এছাড়াও এবারের বন্যায় ৯৬৫ গবাধি পশুকে উদ্ধার করে আশ্রয় কেন্দ্রে নেয়া হয়েছে। ১০টি গবাধি পশু মারা গেছে।
কয়েকদিনের টানা বর্ষণে সৃষ্ট পাহাড়ি ঢলে রাঙামাটির ৪ উপজেলার নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। সীমান্তবর্তী বাঘাইছড়িতে বাধ ভেঙে উপজেলার সর্বত্র পানি ঢুকে পড়েছে। এ ছাড়া জুরাছড়ি, বিলাইছড়ি ও বরকল উপজেলার নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। এতে প্রায় ৩৫ হাজার মানুষ পানিবন্দি হয়ে পড়েছে। অন্তত ১০ জন আহত হয়েছে বলে জানাগেছে।
এদিকে, বাঘাইছড়িতে বেশ কয়েকটি স্থানে পাহাড়ধস ও নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। বাঘাইছড়ি উপজেলা প্রশাসন বাঘাইহাট বাজার ও মাচালং সেতুতে যান চলাচল বন্ধ করে দিয়েছে। ফলে সাজেকে আটকা পড়েছে প্রায় ৩ শতাধিক পর্যটক। ৯ আগস্ট বুধবার সন্ধ্যা পর্যন্ত পাওয়া খবরে জানা গেছে পর্যটকদের আপাদত সাজেকেই অবস্থান করতে হবে।
বাঘাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা রুমানা আক্তার গণমাধ্যমকে জানান, সাজেকে প্রায় তিন শতাধিক পর্যটক আটকে আছে। আটক পর্যটকদের আপাদত নিজনিজ স্থানেই অবস্থান করতে বলা হয়েছে।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available