রাজশাহী প্রতিনিধি: সারাদেশে নৈরাজ্য, অগ্নিসংযোগ ও সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন বেশ জোড়ালো ভূমিকা রাখছে। প্রশাসন, সেনাবাহিনী, বিজিবির পাশাপাশি শিক্ষার্থীরাও আইন শৃঙ্খলা রক্ষার্থে কাজ করছে বলে জানান জেলা প্রশাসক শামিম আহমেদ।
১১ আগস্ট রোববার জেলা ও উপজেলার বিভিন্ন এলাকার খবর নিয়ে জানা যায়, রাজধানীর মতই স্থানীয় ছাত্র-ছাত্রীরা ট্র্যাফিক, রাজার মনিটরিং, নাশকতা, অগ্নিসংযোগ ও সন্ত্রাসী কার্যকলাপ রোধ করতে দিন-রাত কাজ করছে।
সম্প্রতি জেলা শহর ও উপজেলার বিভিন্ন বাজারের ব্যবসায়ীরা একজোট হয়ে তাদের ব্যবসা প্রতিষ্ঠান পাহারা দিচ্ছে। দুর্বৃত্তরা সময় সুযোগ বুঝে সিনতাই করে পালিয়ে যাচ্ছে। যার কারণে অনেকে তাদের দোকান বা ব্যবসা প্রতিষ্ঠান খুলছেন না। তবে ইতোমধ্যে জেলার ৮টি থানার কার্যক্রম কিছুটা শুরু হয়েছে। অল্প সময়ের মধ্যে স্থানীয়রা তাদের সেবা ভোগ করতে পারবে বলে নিশ্চিত করেছেন পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
অপরদিকে রবিবার দুপুরে জেলার চারঘাট উপজেলা পরিষদ সভাকক্ষে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা উপজেলা নির্বাহী অফিসার সাইদা খানম, সহকারী কমিশনার (ভূমি) আরিফ হোসেন এবং চারঘাট মডেল থানার ভারপ্রাপ্ত অফিসার এসএম সিদ্দিকুর রহমানের সাথে মতবিনিময় করেন। শিক্ষার্থীদের পক্ষে নেতৃত্ব দেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মামুন এবং সিজার।
শিক্ষার্থীরা বলেন, এই উপজেলার অনেকের বাড়ি, ব্যবসা প্রতিষ্ঠান এবং ব্যক্তিগত দ্বন্দ্বে এক দল সন্ত্রাসী তাদের নৈরাজ্য চালিয়ে যাচ্ছে। অসহায়ত্ব প্রকাশ করছে স্থানীয় সাধারণ মানুষ। ওই সময় ছাত্র সমাজ চুপ করে বসে থাকতে পারে না। মতবিনিময় সভায় তারা বাজার মনিটরিং, ট্র্যাফিক আইন এবং স্থানীয়দের জানমালের নিরাপত্তা দেওয়ার অঙ্গীকার করে প্রশাসন।
সার্বিক পরিস্থিতি নিয়ে ইউএনও বলেন, বর্তমান বৈষম্য ছাত্র আন্দোলনে দেশের মানুষকে জাগ্রত করেছে। সবাই যার যার অবস্থান থেকে কাজ করছে। তবে এই ইস্যু বেশিদিন থাকবে না, খুব শীঘ্রই দেশের পরিবেশ পরিস্থিতি শান্ত হয়ে আসবে। আইন শৃঙ্খলা বাহিনী তাদের কাজ শুরু করেছে। আজকের আন্দোলনে যে সকল শিক্ষার্থীরা মাঠে আছে তাদের সামনে অনেক উজ্জ্বল ভবিষৎত। সবাইকে তাদের শিক্ষা প্রতিষ্ঠানে ফিরে যেতে হবে।
প্রশাসন ও আইন শৃঙ্খলা বাহিনী অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করবেন। ওই সময় সহকারী কমিশনার (ভূমি) আরিফ হোসেন এবং চারঘাট মডেল থানার ভারপ্রাপ্ত অফিসার এসএম সিদ্দিকুর রহমান একমত পোষণ করেন।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available