রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: বাম ছাত্রসংগঠনের নেতাদের উপর হামলা করার অভিযোগ উঠেছে রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) শাখা ছাত্রলীগ নেতাকর্মীদের বিরুদ্ধে। এতে চারজন আহত হয়েছেন।
১৫ জুলাই সোমবার বিশ্ববিদ্যালয়ের মমতাজ উদ্দিন অ্যাকাডেমিক ভবনের সামনে এ ঘটনা ঘটে। এ ঘটনায় বিশ্ববিদ্যালয়ের প্রক্টর বরাবর লিখিত অভিযোগ জানিয়েছেন আহত শিক্ষার্থীরা।
আহতরা হলেন- রাবি শাখা ছাত্র ইউনিয়নের যুগ্ম-আহ্বায়ক রাকিব হোসেন, বিপ্লবী ছাত্র-যুব আন্দোলনের আহ্বায়ক তারেক আশরাফ, সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের আহ্বায়ক ফুয়াদুল ইসলাম ভুঁইয়া ও বিপ্লবী ছাত্রমৈত্রীর নেতা আল আশরাফ রাফি। অন্যদিকে অভিযুক্তরা হলেন রাবি শাখা ছাত্রলীগের সহ-সভাপতি মনু মোহন বাপ্পা, কর্মী প্রিন্স হোসেন রাইলসহ অজ্ঞাত কয়েকজন।
প্রক্টর বরাবর দেওয়া লিখিত অভিযোগে আহতরা লিখেছেন, আমরা কয়েকজন ছাত্র সংগঠনের নেতৃবৃন্দ বিকেল সাড়ে ছয়টার দিকে বিশ্ববিদ্যালয়ের মমতাজ উদ্দিন অ্যাকাডেমিক ভবনের সামনের আমবাগানে হেঁটে যাওয়ার সময় ছাত্রলীগের কয়েকজন বাইকসহ এসে অতর্কিত হামলা করে এবং অকথ্য ভাষায় গালিগালাজ করে। হামলায় আমাদের মধ্যকার কয়েকজন (চারজন) গুরুতর আহত হয়।
অভিযুক্ত মনু মোহন বাপ্পা বলেন, আমি সমাবেশের সময় ক্যাম্পাসে ছিলাম। তবে আমি সমাবেশ শেষ করে রথ মেলায় চলে এসেছি। এ বিষয়ে আমার কোন ধারণা নেই। শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আসাদুল্লা-হিল-গালিব বলেন, বিষয়টি জানার পর প্রক্টর অফিসে আমরা বসেছি। অভিযোগ জেনেছি। অভিযোগের প্রমাণ পেলে ব্যবস্থা নেবো।
এর আগে, বিকেল ৫টার দিকে স্বাধীনতাকে কটাক্ষ করা, রাজাকারের পক্ষে সাফাই গাওয়া ও আন্দোলনের নামে অস্থিতিশীলতা তৈরির প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে শাখা ছাত্রলীগ। সেখানে নেতাকর্মীদের ক্যাম্পাসে সর্বাত্মক প্রস্তুত থাকার নির্দেশ দেন নেতারা। এ ঘোষণার পর বাইক নিয়ে ক্যাম্পাসে মহড়া শুরু করে ছাত্রলীগের নেতাকর্মীরা।
এতে দেখা যায়, ক্যাম্পাসের শহিদ ড. শামসুজ্জোহা চত্বর, টুকিটাকি চত্বরসহ বিভিন্ন স্থানে জনসমাগম দেখলেই তাদের হটিয়ে দিচ্ছে ছাত্রলীগ।
স্বেচ্ছাসেবী একদল শিক্ষার্থী অভিযোগ করেন, তারা সাংগঠনিক কাজ শেষে ফিরছিলেন। পথিমধ্যে ছাত্রলীগের নেতাকর্মীরা বাইকসহ এসে গালিগালাজ করেন এবং আতঙ্ক সৃষ্টির মাধ্যমে ছত্রভঙ্গ করে দেন।
এ ব্যাপারে প্রক্টর অধ্যাপক আসাবুল হক বলেন, ক্যাম্পাসে কিছু বিচ্ছিন্ন ঘটনা ঘটেছে। তবে বিশৃঙ্খলা রোধে আমরা সতর্ক অবস্থানে আছি। বাম ছাত্রসংগঠনের নেতারা একটা লিখিত অভিযোগ জানিয়েছে। প্রমাণ সাপেক্ষে আমরা ব্যবস্থা নেবো।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2025, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available