• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ রাত ০৮:২০:৪২ (21-Nov-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ রাত ০৮:২০:৪২ (21-Nov-2024)
  • - ৩৩° সে:

ক্যাম্পাস

সরকার চায় খেলাধুলার মধ্য দিয়ে একটি সুস্থ ও সুন্দর প্রজন্ম গড়ে উঠুক: রাসিক মেয়র

১ জুন ২০২৪ সকাল ১১:২০:১৩

সরকার চায় খেলাধুলার মধ্য দিয়ে একটি সুস্থ ও সুন্দর প্রজন্ম গড়ে উঠুক: রাসিক মেয়র

রাজশাহী প্রতিনিধি: বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন বলেছেন, পড়াশোনার পাশাপাশি খেলাধুলা শরীর ও মন গঠন করে। আমাদের সরকার চায় খেলাধুলার মধ্য দিয়ে একটি সুস্থ ও সুন্দর প্রজন্ম গড়ে উঠুক। সে লক্ষ্যেই সরকার কাজ করে যাচ্ছে।

৩১ মে শুক্রবার বিকেলে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবাশ বাংলাদেশ চত্বরে সমাজকর্ম বিভাগের প্রিমিয়ার লীগ-২০২৪ এর সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন মেয়র।

তিনি আরও বলেন, রাজশাহী এক সময় ক্রিকেট-ফুটবলের সুতিকাগার হিসেবে পরিচিত ছিল। তৎকালীন পূর্ব পাকিস্তানে এবং পরবর্তীতে বাংলাদেশে অনেক খেলোয়াড় তৈরি হয়েছে এখান থেকে। খালেদ মাসুদ পাইলট ও শান্ত’র মতো আরও অনেকে খেলোয়াড় তৈরি করতে হবে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মুজিবনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. রবিউল ইসলাম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন রাজশাহী-২ আসনের সংসদ সদস্য অধ্যক্ষ শফিকুর রহমান বাদশা। সম্মানিত অতিথি ছিলেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ছাদেকুল আরেফিন মতিন।

এ সময় উপস্থিত ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি মো. মোস্তাফিজুর রহমান বাবু ও সাধারণ সম্পাদক আসাদুল্লাহ হিল গালিব।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ




ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৯ জনের মৃত্যু
২১ নভেম্বর ২০২৪ রাত ০৮:০৫:৩৩